বাংলা নিউজ > ঘরে বাইরে > First Female Sikh Judge of USA: আমেরিকার প্রথম মহিলা শিখ বিচারক, কে এই মনপ্রীত মনিকা সিং?

First Female Sikh Judge of USA: আমেরিকার প্রথম মহিলা শিখ বিচারক, কে এই মনপ্রীত মনিকা সিং?

ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা শিখ বিচারক হয়েছেন। টেক্সাসের হিউস্টনে এই ইতিহাস তৈরি করেছেন মনপ্রীত। টেক্সাসের হ্যারিস কাউন্টি সিভিল আদালতের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তিনি।