ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা শিখ বিচারক হয়েছেন। টেক্সাসের হিউস্টনে এই ইতিহাস তৈরি করেছেন মনপ্রীত। টেক্সাসের হ্যারিস কাউন্টি সিভিল আদালতের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তিনি।
1/4মনপ্রীতের জন্ম মার্কিন মুলুকের হাউস্টনেই। মনপ্রীতের বাবা ১৯৭০ সালে ভারত থেকে আমেরিকায় আসেন। মনপ্রীত পেশায় আইনজীবী ছিলেন। ২০ বছর আমেরিকার বিভিন্ন আদালতে আইন চর্চা করেছেন মনপ্রীত। তিনি এখন তাঁর স্বামী এবং দুই সন্তানের সাথে বেলায়ারে থাকেন।
2/4মনপ্রীতকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব সামলান টেক্সাসের প্রথম দক্ষিণ এশিয় বংশোদ্ভূত বিচারক রবি সান্দিল। মনপ্রীতের দায়িত্ব পাওয়া নিয়ে বিচারক রবি বলেন, 'শিখ সম্প্রদায়ের কাছে এটা খুব বড় মুহূর্ত। মনপ্রীত শুধু শিখদের দূত, ও হল সব বর্ণের মহিলাদের দূত।'
3/4বিচারক হয়ে স্বভাবতই আপ্লুত মনপ্রীত। তিনি শপথগ্রহণের সময় নিজের সন্তানদের কোর্টরুমে নিয়ে গিয়েছিলেন। তাঁর শপথগ্রহণের পর, মনপ্রীত মনিকা সিং বলেন, 'আমার মনে হয় যে আমার সন্তানদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। পড়াশোনার সময়ই তারা দেখতে পাচ্ছে যে এমন পেশার ক্ষেত্রে উন্নতির কতটা সম্ভাবনা রয়েছে।'
4/4মনপ্রীতের শপথগ্রহণের সময় আদালত কক্ষ সম্পূর্ণ ঠাসা ছিল। হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেন, 'এটি শিখ সম্প্রদায়ের জন্য একটি গর্বের দিন। সমস্ত অ-শ্বেতাঙ্গ লোকদের জন্যও একটি গর্বের দিন আজ। বৈচিত্র্যের মাধ্যমে হিউস্টন শহরের বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করবে এই আদালত।'