বাংলা নিউজ > ঘরে বাইরে > Milky Way's huge black hole: বিশ্বে প্রথমবার 'মিল্কি ওয়ে'-তে 'ব্ল্যাকহোল' -এর ছবি উঠে এল! উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

Milky Way's huge black hole: বিশ্বে প্রথমবার 'মিল্কি ওয়ে'-তে 'ব্ল্যাকহোল' -এর ছবি উঠে এল! উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

 মিল্কিওয়েতে ব্ল্যাক হোল।ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ কোলাবোরেশনের তরফে এই ছবি তুলে ধরা হয়।   EHT Collaboration/National Science Foundation/Handout via REUTERS (VIA REUTERS)

ছবিতে একেবারে অস্পষ্ট দেখাচ্ছে সেই পিণ্ডকে। এমনই এক ছবি উঠে এসেছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। প্রথমবার মিল্কিওয়ের মধ্যে ধরা পড়েছে ব্ল্যাকহোল। বিজ্ঞানীদের দাবি, সব কয়টি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাক হোল রয়েছে।

‘মিল্কি ওয়ে’-এর বুকে লেগে থাকা ব্ল্যাক হোল! এমন গায়ে শিহরণ জাগানো ছবি প্রথমবার উঠে এল বিশ্বের তাবড় বিজ্ঞনীদের সামনে। অনেকেই এই আবিষ্কারের উত্তেজনার মাঝে কী দেখে ফেলছেন তা বিশ্বাসই করতে পারছিলেন না! মহাশূন্যের অন্দরে যে খোঁজ বহু দিন ধরে হয়ে এসেছে, তার একংশ যেন এদিন ফুটে উঠল। ‘মিল্কি ওয়ে’-এর অন্দরে প্রথমবার ‘ব্ল্যাক হোল’-এর ছবি ধরা পড়ল। যা পদার্থবিদ্যার জগতে একটা বড়সড় ঘটনা।

যেন এক প্রকাণ্ড আলোক। যার অনেকটাই স্পষ্ট নয়। ছবিতে একেবারে অস্পষ্ট দেখাচ্ছে সেই পিণ্ডকে। এমনই এক ছবি উঠে এসেছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। প্রথমবার মিল্কিওয়ের মধ্যে ধরা পড়েছে ব্ল্যাকহোল। বিজ্ঞানীদের দাবি, সব কয়টি সৌরজগতে এমনকি আমাদের সৌরজগতের কেন্দ্রেও এমন ব্ল্যাক হোল রয়েছে। যার মধ্যে দিয়ে যেতে পারে না পদার্থ ও আলো। এমন এক অস্তিত্বের ছবিকে ধরা নিঃসন্দেহে একটি বড় বিষয় ছিল। ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ কোলাবোরেশনের তরফে এই ছবি তুলে ধরা হয়। যা গোটা বিশ্বকে হতবাক করেছে। পুতিন কি গুরুতর অসুস্থ? পায়ের ওপর কম্বল টেনে নেওয়ার দৃশ্য ঘিরে তুঙ্গে জল্পনা

এই প্রথম নয়। এর আগেও বহুবার মহাকাশ বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে ধরার চেষ্টা করেছেন। তবে আলোর গতিবিধি ও ব্ল্যাক হোলের বৈশিষ্ট কখনওই এর সহায়তা করতে পারেনি। মিল্কি ওয়েতে এই ব্ল্যাক হোলকে বলা হচ্ছে ‘স্যাজিটেরিয়াস এ’। আমাদের সৌরজগতের সূর্যের থেকেও ৪ মিলিয়ন গুণ এটি বড়। একেবারে যেন দৈত্যাকার। তবে এটা বিশ্বের প্রথম ব্ল্যাক হোলের ছবি নয়। এর আগে ২০১৯ সালে তা প্রকাশ্যে এসেছে একবার। তবে সেবারে যে সৌরজগতের ব্ল্যাকহোলকে তুলে ধরা হয়, তা ৫৩ আলোকবর্ষ দূরে ছিল। সেই নিরিখে মিল্কিএয়ের ব্ল্যাক হোল খানিকটা আমাদের কাছে।

 

 

 

 

 

 

বন্ধ করুন