বাংলা নিউজ > ঘরে বাইরে > Vande Bharat Metro Latest Update: 'রেডি' বন্দে ভারত মেট্রো! প্রকাশ্যে ‘ফার্স্ট লুক’, কবে ও কোন রুটে প্রথম ছুটবে?

Vande Bharat Metro Latest Update: 'রেডি' বন্দে ভারত মেট্রো! প্রকাশ্যে ‘ফার্স্ট লুক’, কবে ও কোন রুটে প্রথম ছুটবে?

কাপুরথালায় বন্দে ভারত মেট্রো। (ছবি সৌজন্যে @trainwalebhaiya)

বন্দে ভারত মেট্রো - স্বপ্নের মেট্রো একটা বড় পদক্ষেপ ফেলল। যা দেশে আপাতত যে মেট্রো চালু আছে, তার থেকে একেবারেই আলাদা হবে বন্দে ভারত মেট্রো। সেই মেট্রোয় ১২টি কোচ থাকতে পারে। সেটার সংখ্যা বেড়ে হতে পারে ১৬টি কোচ।

ছোট্ট-ছোট্ট পা ফেলে চলতে শুরু করল বন্দে ভারত মেট্রো। একাধিক রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে প্রথম বন্দে ভারত মেট্রো বের করে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে অনেক লোকজন দাঁড়িয়ে আছেন। কয়েকজনের হাতে সবুজ পতাকা দেখা গিয়েছে। পরপর হর্ন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া-কালো বন্দে ভারত মেট্রো। আর হর্নটা শুনে যে কোনও রেলভক্তদের মনটা একেবারে ভালো করে দেবে।

কবে থেকে বন্দে ভারত মেট্রো 'ময়দানে' নামবে?

বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আগামী জুলাই থেকে বন্দে মেট্রোর ট্রায়াল রান শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রায়াল রানের পরে যাতে দ্রুত পরিষেবা শুরু করা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে সেটা ঠিক কবে, তা তিনি নির্দিষ্টভাবে কিছু জানাননি।

আরও পড়ুন: East-West Metro full run update: কাজের গতি খুব কম, ২০২৫-র মার্চের আগে সম্ভবত পুরো রুটে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো

তিনি শুধু বলেছেন, ‘চলতি বছর বন্দে মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। মাসদুয়েকের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্যায় শুরু করা হবে। অটোমেটিক ডোর (স্বয়ংক্রিয় দরজা) এবং আরামদায়ক বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি বন্দে মেট্রোতে এমন-এমন সব জিনিস থাকবে, তা বর্তমানে চালু থাকা মেট্রোয় নেই।’

বন্দে মেট্রোর বৈশিষ্ট্য

রেলওয়ের কর্তারা জানিয়েছেন যে একেবারে নয়া প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে বন্দে মেট্রো। দ্রুত গতি তুলতে পারবে। দ্রুত গতি কমিয়ে ফেলতে পারবে বন্দে মেট্রো। ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে বলে রেলের কর্তারা জানিয়েছেন। যে বন্দে মেট্রোর ছবি শীঘ্রই আমজনতার জন্য প্রকাশ্যে আনা হবে বলে ভারতীয় রেল সূত্রে খবর।

আরও পড়ুন: Kolkata Metro Construction Work: মাটির নীচে ঢুকবে মাঝেরহাট মেট্রো, টানেল খননের কাজ শুরু খিদিরপুরে! যাবে ধর্মতলায়

রেল সূত্রে খবর, বন্দে মেট্রোয় কমপক্ষে ১২টি কোচ থাকবে। যে রুটে যেমন চাহিদা থাকবে, সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে সংশ্লিষ্ট রুটে বাড়তি কোচ যুক্ত করা হবে কিনা। সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬টি কোচের হতে পারে বন্দে ভারত মেট্রো। বন্দে মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত ওই আধিকারিক বলেছেন, ‘প্রাথমিকভাবে বন্দে মেট্রোয় কোচের সংখ্যা হবে ১২টি। সংশ্লিষ্ট রুটের চাহিদা এবং সংশ্লিষ্ট শহরের চাহিদার উপর নির্ভর করে সেই সংখ্যাটা বাড়িয়ে ১৬ পর্যন্ত করা যেতে পারে।’

আরও পড়ুন: New Garia to Airport Metro Update: জট কাটিয়ে VIP রোডে শুরু র‍্যাম্পের কাজ! কবে বেলেঘাটা পর্যন্ত ছুটবে মেট্রো?

কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হবে?

বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আপাতত কোনও রুট চূড়ান্ত হয়নি। দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হবে, তা নিয়ে আলোচনা চলছে বলে দাবি করেছেন ওই আধিকারিক।

পরবর্তী খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.