ছোট্ট-ছোট্ট পা ফেলে চলতে শুরু করল বন্দে ভারত মেট্রো। একাধিক রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি থেকে প্রথম বন্দে ভারত মেট্রো বের করে আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে অনেক লোকজন দাঁড়িয়ে আছেন। কয়েকজনের হাতে সবুজ পতাকা দেখা গিয়েছে। পরপর হর্ন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গেরুয়া-কালো বন্দে ভারত মেট্রো। আর হর্নটা শুনে যে কোনও রেলভক্তদের মনটা একেবারে ভালো করে দেবে।
কবে থেকে বন্দে ভারত মেট্রো 'ময়দানে' নামবে?
বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আগামী জুলাই থেকে বন্দে মেট্রোর ট্রায়াল রান শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রায়াল রানের পরে যাতে দ্রুত পরিষেবা শুরু করা যায়, সেই চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তবে সেটা ঠিক কবে, তা তিনি নির্দিষ্টভাবে কিছু জানাননি।
তিনি শুধু বলেছেন, ‘চলতি বছর বন্দে মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। মাসদুয়েকের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্যায় শুরু করা হবে। অটোমেটিক ডোর (স্বয়ংক্রিয় দরজা) এবং আরামদায়ক বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি বন্দে মেট্রোতে এমন-এমন সব জিনিস থাকবে, তা বর্তমানে চালু থাকা মেট্রোয় নেই।’
বন্দে মেট্রোর বৈশিষ্ট্য
রেলওয়ের কর্তারা জানিয়েছেন যে একেবারে নয়া প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে বন্দে মেট্রো। দ্রুত গতি তুলতে পারবে। দ্রুত গতি কমিয়ে ফেলতে পারবে বন্দে মেট্রো। ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে বলে রেলের কর্তারা জানিয়েছেন। যে বন্দে মেট্রোর ছবি শীঘ্রই আমজনতার জন্য প্রকাশ্যে আনা হবে বলে ভারতীয় রেল সূত্রে খবর।
রেল সূত্রে খবর, বন্দে মেট্রোয় কমপক্ষে ১২টি কোচ থাকবে। যে রুটে যেমন চাহিদা থাকবে, সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে সংশ্লিষ্ট রুটে বাড়তি কোচ যুক্ত করা হবে কিনা। সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬টি কোচের হতে পারে বন্দে ভারত মেট্রো। বন্দে মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত ওই আধিকারিক বলেছেন, ‘প্রাথমিকভাবে বন্দে মেট্রোয় কোচের সংখ্যা হবে ১২টি। সংশ্লিষ্ট রুটের চাহিদা এবং সংশ্লিষ্ট শহরের চাহিদার উপর নির্ভর করে সেই সংখ্যাটা বাড়িয়ে ১৬ পর্যন্ত করা যেতে পারে।’
কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হবে?
বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, আপাতত কোনও রুট চূড়ান্ত হয়নি। দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো চালু হবে, তা নিয়ে আলোচনা চলছে বলে দাবি করেছেন ওই আধিকারিক।