জঙ্গলে মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড। মৎস্যজীবীর উপর আচমকা ঝাঁপিয়ে পড়ল বাঘ। রয়্যাল বেঙ্গলের হামলায় মৎস্যজীবীর। মৃতের নাম গণেশ কাহার (৪৭)। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সজনেখালি রেঞ্জের জঙ্গলে। সেখানে অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন গণেশ। সেই সময় তার ওপর হামলা চালায় বাঘ। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
আরও পড়ুন: জঙ্গল থেকে বেরিয়ে একের পর এক হামলা চালাল বাঘ, জখম ৫, আতঙ্কে বন্ধ করা হল স্কুল
জানা গিয়েছে, গণেশ কাহার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার ছোট মোল্লাখালির বাসিন্দা। এদিন সকালে বাসুদেব সরকার ও গোপাল বৈদ্য নামে স্থানীয় দুই মৎস্যজীবীর সঙ্গে তিনি সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। তবে সেখানেই যে জঙ্গলে ঘাপটি মেরে বাঘ বসেছিল তা কারও নজরে আসেনি। এরপর মৎস্যজীবীরা অসতর্ক হতেই আচমকা গণেশের ওপর বাঘ ঝাঁপিয়ে পড়ে। তাঁর চিৎকার শুনে তখন অন্যান্য মৎস্যজীবীরা সেখানে ছুটে আসেন।
এদিকে, গণেশকে হামলার পর তাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। কিন্তু, তাঁর অন্যান্য সঙ্গীরা সেখানে চলে আসেন। তারা বাঘের মুখ থেকে গণেশকে রক্ষা করেন। ফলে তাকে জঙ্গলে টেনে নিয়ে যেতে পারেনি বাঘ। কিন্তু, গণেশকে বাঁচানো সম্ভব হয়নি। হামলার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। পরে মৎসজীবীরা গণেশের দেহ সেখান থেকে নিয়ে আসেন। এদিকে, খবর দেওয়া সুন্দরবন কোস্টাল থানার পুলিশকে। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। গণেশের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে তারা যেখানে মাছ ধরতে গিয়েছিলেন সেখানে যাওয়ার কোনও অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখছে বন দফতর।
উল্লেখ্য, সুন্দরবনে বাঘের হানায় মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। কখনও কাঁকড়া ধরার জন্য আবার কখনও মাছ ধরতে গিয়ে গভীর জঙ্গলে যাওয়ার ফলে বাঘের হানায় মৃত্যু হয় মৎস্যজীবীদের। প্রশাসনের তরফে এ নিয়ে বারবার মৎস্যজীবীদের সতর্ক করা হয়। তারপরেও তারা সেই সতর্কতায় কর্ণপাত না করে জীবিকার টানে গভীর জঙ্গলে চলে যান। আর তাতে ঘটে বিপত্তি। গত ডিসেম্বরেই বাঘের হামলায় মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে ঘটনাটি ঘটেছিল। জানা যায়, ওই মৎসজীবীর নাম বর্ণধর মণ্ডল। তিনি মইপিঠ থানার অন্তর্গত দক্ষিণ বৈকুন্ঠপুর এলাকার বাসিন্দা। অতীতেও দেখা গিয়েছে সুন্দরবনে রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় একাধিক মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন।