দেবব্রত মোহান্তি
সম্পত্তি নিয়ে রোজকার ঝামেলা। আর তার জেরে ওড়িশার কটকে দাদার পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। নিজেই দাবি করেছে ওই যুবক। ওই পরিবারের সকলেই ঘুমোচ্ছিল। অভিযোগ, তখনই হামলা চালায় ওই ব্যক্তি। ওড়িশার কটক জেলার কুশুপুর গ্রামের ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে থানায় চলে আসে ৪২ বছর বয়সী শিবা সাহু নামে ওই ব্যক্তি। সে পেশায় গাড়িচালক। থানায় এসে সে জানায় ৫ জনকে খুন করেছি। তার মধ্যে তার বড়দাদা আলেখ, বৌদি রেশমি, ভাইপো গুড্ডু ও তুবুকু এবং ভাইঝি পায়েল। এদিকে আত্মসমর্পণ করার আগে একটি ভিডিও রেকর্ডিং করেছিল ওই ব্যক্তি। যেখানে সে কাস্তে দিয়ে খুন করার কথা স্বীকার করেছে।
সূত্রের খবর,দাদার পরিবারের সদস্যদের খুন করার পরে সে বাড়িতে তালাচাবি দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ওই পরিবারের লোকজনরা দীর্ঘক্ষণ না বের হওয়ায় বাড়ির দরজা ভাঙেন প্রতিবেশীরা। তখনই দেহগুলি উদ্ধার করা হয়। পরে ওই যুবক থানায় আত্মসমর্পন করে। কটকের এসপি যুগল কিশোর বানোথ জানিয়েছেন, এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না সেটাও দেখা হচ্ছে।
ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, সম্পত্তি নিয়ে রোজকার ঝামেলায় তিনি তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। দাদার বাড়ির লোকজন তাকে মারধরও করেছিল। এতেই তার মাথায় রাগ উঠে যায়।