মণিপুরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হল পাঁচজনের। যার মধ্যে কয়েকটি ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের একজন সাব-ইন্সপেক্টর এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি)-এর এক সদস্য।
নিহত ওই সাব-ইন্সপেক্টরের নাম মহম্মদ শাহজাহান। অভিযোগ, তাঁকে খুন করেন আরও একজন পুলিশকর্মী। অভিযুক্ত বিক্রম আকোইজাম তাঁর সার্ভিস রাইফেল দিয়ে শাহজাহানকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। তিনি পুলিশের কনস্টেবল পদে রয়েছেন।
শনিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে মণিপুরের জিরিবাম জেলার মংবাংয়ে। সেখানে পোস্ট কমান্ডার পদে মোতায়েন ছিলেন পূর্ব ইম্ফলের ইয়াইরিপোক তবোকপির বাসিন্দা শাহজাহান। তাঁর খুনে অভিযুক্ত বিক্রমও একই জায়গায় কর্মরত ছিলেন।
জিরিবাম পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পরই শাহজাহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, 'ঘাতক' বিক্রমকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হচ্ছে।
এদিকে, কাকচিং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ৩টে নাগাদ স্থানীয় ব্যারাকের ভিতর থেকে এক আইআরবি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতের নাম থাংজাম সুরেশ। তাঁর বয়স ২৯ বছর। তাঁকে তাঁর বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া যায়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি।
জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহটি উদ্ধার করে পূর্ব ইম্ফলের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়েছে। সেখানেই দেহটির ময়নাতদন্ত করা হবে।
অন্যদিকে, শনিবার ভোর ৪টে নাগাদ ২৪ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে থউবল জেলার খুমানথেম লেইকাই এলাকায়। মৃত তরুণীর নাম খুমানথেম সীমা।
সীমার ঝুলন্ত দেহ এদিন তাঁর ঘর থেকেই উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও অজানা। থউবল থানার পুলিশ এই ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।
এর পাশাপাশি, গত বৃহস্পতিবার একটি নালায় এক গাড়ি সারাই কর্মীর দেহ উদ্ধার হয়। সেইসঙ্গে, উদ্ধার করা হয় একটি চারচাকার গাড়ি। ঘটনাটি ঘটে কাংচিং জেলার কাকচিং ওয়াইরি পনজাও পাল্লুম সাল্লামে।
মৃত ওই ব্যক্তির নাম ডিম্পিং ওরফে লেইভন জন। বয়স ৪১ বছর। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠিয়েছে কাকচিং থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুর্ঘটনার জেরে এই মৃত্যু হয়ে থাকতে পারে।
এছাড়াও, শুক্রবার পূর্ব ইম্ফল জেলা পুলিশ ইয়াইগ্যাংপোকপি থানা এলাকা থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার করেছে। সেইজ্যাং আওয়াং লেইকাইয়ের নিকটবর্তী নাইলু নদী থেকে দেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ৬টা নাগাদ প্রথম দেহটি নদীতে ভাসতে দেখা যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের পরিচয় জানা যায়নি।