ওই রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে ত্রিপুরায়। জানা গিয়েছে, ভুয়ো আধার কার্ড নিয়ে তারা জম্মুর দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। পড়ুন প্রিয়ঙ্কা দেববর্মনের প্রতিবেদন।
1/4বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে জম্মুর দিকে যেতে গিয়ে ধরা পড়ে গেল ৫ রোহিঙ্গা। জানা গিয়েছে, ত্রিপুরায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়ো আদার কার্ড পাওয়া গিয়েছে বলে খবর।
2/4যে ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। ত্রিপুরার উত্তারাংশ দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছিল বলে খবর। ত্রিপুরার ধর্মনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। (প্রতীকী ছবি।)
3/4পুলিশ অফিসাররা বলছেন, রোহিঙ্গাদের কাছ থেকে ‘আমরা ভুয়ো আধার কার্ড পেয়েছি।’ পুলিশ বলছে, ট্রেনে চড়ে তারা জম্মুতে যাওয়ার চেষ্টা করছিল। যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল- আমন উল্লাহ, মহম্মদ শাহ, মহম্মদ এহসাস, রোজিনা বেগম, নূর কালিমা। তারা পুলিশকে জানিয়েছে, ৪ দালালের হাত ধরে তারা বাংলাদেশ থেকে ভারতে আসে। এই চার দালালের মধ্যে ২ জন ভারতীয় ও ২ জন বাংলাদেশি রয়েছে। প্রতীকী ছবি
4/4বাংলাদেশের টাকায় ২৫ হাজার দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে ত্রিপুরা পুলিশকে জানিয়েছে। এই দালালরাই তাদের ভুয়ো আধার কার্ড দিয়েছে। বর্ডার সিকিউরিটি রিপোর্টের হাত ধরে জানা যায়, মোট ৩৬৯ গ্রেফতার হয়েছে সীমান্ত থেকে। যাদের মধ্যে ৫৯ জন রোহিঙ্গা, ১৬০ জন ভারতীয়, ১৫০ জন বাংলাদেশি।