মঙ্গলবার জামশেদপুর ও কলকাতার মধ্যকার ইন্ডিয়াওয়ান এয়ারের আরসিএস ফ্লাইট অপারেশনের উদ্বোধন করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর আগে ঝাড়খণ্ডের জামশেদপুরের সঙ্গে আকাশপথে যোগাযোগ ছিল না কলকাতার। তবে এই নয়া রুটে এবার বিমান পরিষেবা চালু হল কলকাতা থেকে। আঞ্চলিক সংযোগ প্রকল্প UDAN-এর (উড়ান) অধীনে এই রুটে বিমান পরিষেবা চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিকে কলকাতার পাশাপাশি আকাশপথে এদিন ভুবনেশ্বরের সঙ্গেও জুড়েছে জামশেদপুর। (আরও পড়ুন: বিতর্ক এড়াবেন কীভাবে? স্বামী নারায়ণ মূর্তি, জামাই ঋষিকে পরামর্শ পদ্মভূষণ সুধার)
আমদাবাদ ভিত্তিক বিমান সংস্থা ইন্ডিয়াওয়ান এয়ার সোমবারই জানিয়েছিল যে তারা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যকার এই রুটে তারা উড়ান পরিষেবা চালু করে নিজেদের অপারেশন প্রসারিত করবে। এই আবহে হেমন্ত সোরেন মঙ্গলবার সোনারি এরোড্রোম থেকে এই রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন। একটি একক ইঞ্জিন নয় আসনের গ্র্যান্ড ক্যারাভান এক্স (C208B) বিমান এই রুটে পরিচালিত হবে। এদিকে নয়াদিল্লি থেকে ভার্চ্যুয়ালি এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরদিত্য সিন্ধিয়া।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মঙ্গলবার জামশেদপুর থেকে নয়া দুই রুটে বিমান পরিষেবা চালু করার পর জানান, পূর্ব ভারতের প্রধান ও গুরুত্বপূর্ণ দু'টি শহরের সঙ্গে ঝাড়খণ্ডের এই শহর আকাশপথে জুড়ে যাওয়ায় সুবিধে হবে বহু মানুষের। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকটি বিমান সংস্থা জামশেদপুর থেকে কলকাতা পর্যন্ত বিমান পরিষেবা চালু করেছিল। তবে পরবর্তীকালে সেই পথে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে গত জুলাইয়ে দেওঘর বিমানবন্দর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই সিন্ধিয়ার কাছে আর্জি জানানো হয়েছিল, জামশেদপুর থেকে বিমান পরিষেবা চালু করার।
এদিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকেও খুব শীঘ্রই বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মন্ত্রী দাবি করেছিলেন, ভুবনেশ্বর, জামশেদপুর হয়ে কলকাতা থেকে কোচবিহার রুটে বিমান পরিষেবা চালু হবে। যদিও এখনই এই রুটে বিমান পরিষেবা চালু হচ্ছে না। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup