সত্যিই কি এদিন ফ্লাইং কিস ছুঁড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী? সংসদে কিন্তু এনিয়ে একেবারে তোলপাড় পরিস্থিতি। চেপে ধরেছে বিজেপিও। তবে কংগ্রেস নেতৃত্বের দাবি, তিনি কাউকে লক্ষ্য করে কোনওরকম ভঙ্গিমা করেননি। তিনি একেবারে অতি সাধারণভাবে এই আচরণ করেছেন। এর মধ্যে অন্য কোনওরকম ব্যাপার নেই।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এক কংগ্রেস নেতা জানিয়েছেন, রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চের দিকে ফ্লাইং কিস ছুঁড়েছেন। কারণ তাঁদেরকে তিনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে সম্বোধন করেছিলেন। তিনি নির্দিষ্ট কোনও সাংসদের দিকে তাকিয়ে এসব করেননি। তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দিকে তাকিয়ে কিছু করেননি।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন ঠিক রাহুল গান্ধীর বক্তব্যের পরেই কংগ্রেসকে তথা রাহুলকে তীব্র আক্রমণ করেন। বিতর্কের জেরে জমে ওঠে সংসদকক্ষ। এরপর তাঁর অভিযোগ সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধী তাঁকে লক্ষ্য করে ফ্লাইং কিস ছুঁড়েছেন।
তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি যাঁকে আমার আগে বলার সুযোগ দেওয়া হয়েছিল তিনি বেরিয়ে যাওয়ার আগে অশ্লীল আচরণ করেছেন। সংসদে মহিলা সাংসদরা রয়েছেন। একমাত্র একজন মানুষই সংসদে উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে পারেন। এই ধরনের অমর্যাদাকর আচরণ আমাদের দেশের সংসদে এর আগে দেখা যায়নি।
তবে সংসদের বাইরে স্মৃতি ইরানি বলেন, এই ধরনের নারীবিদ্বেষী আচরণ সংসদে আগে কোনও দিন দেখা যায়নি। যেখানে মহিলাদের মর্যাদা রক্ষার জন্য আইন তৈরি হয় সেখানে এই ধরনের আচরণ মানা যায় না। এদিন একাধিক বিজেপি সাংসদ এনিয়ে তোপ দাগেন।
বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবিয়া একটি ভিডিয়ো সামনে এনেছেন। ছয় সেকেন্ডের ওই ভিডিয়োয় রাহুলকে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেখানো হয়েছে। ‘মোদী, মোদী’ স্লোগানের মধ্যে রাহুল কী করছেন, তা তুলে ধরছেন চেষ্টা করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান। সেইসঙ্গে তিনি লিখেছেন, 'সংসদে নোংরামি করছেন রাহুল গান্ধী। লজ্জাজনক।'
বিজেপির দাবি, সংসদের সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনতে হবে।