বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কষ্টের রোজগারের টাকা' ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারের কথায় লগ্নি, পঞ্জি অ্যাপ নিয়ে সতর্ক করলেন নির্মলা

'কষ্টের রোজগারের টাকা' ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারের কথায় লগ্নি, পঞ্জি অ্যাপ নিয়ে সতর্ক করলেন নির্মলা

নির্মলা সীতারামন। (BLOOMBERG) (MINT_PRINT)

কষ্টের টাকা যাতে নিরাপদে থাকে, তার দিকে তাকিয়ে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কয়েকটি জোরালো বার্তা দিয়েছেন। তিনি বলছেন, ফিনান্সিয়াল ইনফ্লুেয়েন্সারদের কখনও কখনও বক্তব্য একপেশে থাকে। তাঁরা কোনও কখনও কখনও পক্ষপাতিত্ব করে মতামত প্রকাশ করেন বলেও রয়েছে অভিযোগ ।

কোনও সোশ্যাল মিডিয় চ্যানেলে সহজে কোনও ফিনান্সিয়াল ইন্ফুয়েন্সারকে অনুসরণ করা নিয়ে এবার সতর্ক বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার কর্ণাটকে তিনি এক অনুষ্ঠানের মঞ্চ থেকে সাফ বার্তায় ‘পঞ্জি অ্যাপ্লিকেশন’ নিয়েও অত্যন্ত সচেতন থাকার বার্তা দিয়েছেন।

কষ্টের টাকা যাতে নিরাপদে থাকে, তার দিকে তাকিয়ে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কয়েকটি জোরালো বার্তা দিয়েছেন। তিনি বলছেন, ফিনান্সিয়াল ইনফ্লুেয়েন্সারদের কখনও কখনও বক্তব্য একপেশে থাকে। তাঁরা কোনও কখনও কখনও পক্ষপাতিত্ব করে মতামত প্রকাশ করেন বলেও রয়েছে অভিযোগ। ফলে তাঁদের কথা শুনে নিজের টাকা লগ্নি করার আগে যাতে নাগরিকরা ২ বার ভাবেন, তার বার্তা দিনেল অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘যদি ৩ থেকে ৪ জন লোক আমাদের কোনও বস্তুনিষ্ঠভাবে পরামর্শ দিতে থাকেন, তাহলে ১০ এর মদ্যে বাকি ৭ জন বাকি কোনও ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন। এমন বহু প্রতারণামূলক অ্যাপ রয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আমরা কাজ করছি। সঙ্গে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যারা এই অ্যাপগুলিকে মুহূর্তে নস্যাৎ করতে চলেছে, যা আগে কখনও হয়নি।’ বহু প্রতারণামূলক স্কিম কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে বলেও জানান তিনি। ভোটমুখী কর্ণাটকের সভা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই প্রতারণামূলক স্কিমগুলিকে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসীভাবে ধ্বংস করা হচ্ছে।

( এক 'তিলে' মরবে চুলের বহু সমস্যা! চুল ঝরা, খুশকি রুখতে এইভাবে বানান বিশেষ তেল)

( মন্দির পরিষ্কার করতে গিয়ে ভুলবশত মূর্তির আঙুল ভেঙে ফেলার অভিযোগ! মারধরে মৃত ১)

সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের কথা শুনে চাকা লগ্নি কতটা ঝুঁকি সম্পন্ন তা ফের একবার মনে করিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বারবার এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন তিনি। তিনি একইসঙ্গে বলেন, অন্ধভাবে কোনও ট্রেন্ড অনুসরণ করা সঠিক নয়। কষ্টের রোজগারের টাকা অতি যত্নে রাখতে সতর্ক থাকার কথা বারবার বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না, নিজের কষ্টের রোজগারের টাকা নিয়ে সতর্ক হোন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন