লোকসভা নির্বাচনের আর একবছরও বাকি নেই। এই আবহে সব দিক থেকেই প্রচারে ঝাঁপানোর পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ক্ষমতায় থাকা বিজেপি স্বভাবতই একটু এগিয়ে থাকবে। তাদের সময়কালে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রচার করে মানুষের মন জয়ের চেষ্টা চালাবে গেরুয়া শিবির। এরই মাঝে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, দেশের সব রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং গরিব কল্যাণ অন্ন যোজনার পোস্টার লাগাতে হবে। তবে নয়া নির্দেশিকায় ফুড কর্পোরেশন জানিয়ে দিল, এখনই সেই পোস্টার লাগাতে হবে না। কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলিতে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে সদর দফতর থেকে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং গরিব কল্যাণ অন্ন যোজনার পোস্টার লাগানোর নির্দেশিকা আসতেই অসন্তোষ দেখা দিয়েছিল রেশন ডিলারদের একাংশের মধ্যে। অভিযোগ উঠেছিল, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে প্রচার করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে রেশন ডিলারদের দাবি ছিল, যেহেতু তারা রাজ্য সরকারের থেকে প্রাপ্ত লাইসেন্সের ভিত্তিতে কাজ করে থাকে, তাই এই সংক্রান্ত কোনও নির্দেশিকা আসতে হলে তা রাজ্য সরকারের থেকেই আসুক। এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর অবশ্য পিছু হটল ফুড কর্পোরেশন। জানিয়ে দেওয়া হল, এখনই কোনও পোস্টার লাগাতে হবে না।
এদিকে জানা যাচ্ছে, রেশন ডিলারদের আপত্তির কারণে পোস্টার লাগানোর ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়নি ফুড কর্পোরেশন। জানা গিয়েছে, প্রতিটি রেশন দোকানেই নির্দিষ্ট একটি পোস্টার লাগানোর কথা রয়েছে। তবে সেই পোস্টার ডিজাইন এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। তাই আপাতত দেশের কোনও রেশন দোকানেই এই পোস্টার লাগানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে কর্পোরেশন। সরকার সূত্রে জানা গিয়েছে, ১২টি ভাষায় ফুড কর্পোরেশনের পোস্টার তৈরি হবে। তাছাড়াও উপভোক্তা মন্ত্রকের একটি পোস্টারও রাখতে হবে প্রতিটি রেশন দোকানে। এই আবহে পোস্টার তৈরির জন্য টেন্ডার ডাকতে বলা হয়েছিল ফুড কর্পোরেশনের আঞ্চলিক অফিসগুলিকে। তবে কেন্দ্রের তরফে এখনও এটা ঠিক করা যায়নি যে পোস্টারে কী লেখা থাকবে। এই কারণেই আপাতত স্থগিত রাখা হচ্ছে পোস্টার লাগানোর কাজ।