বাংলা নিউজ > ঘরে বাইরে > দুই পায়ে হাঁটত প্রাগৈতিহাসিক কুমির, পায়ের ছাপে লুকিয়ে নতুন তথ্য

দুই পায়ে হাঁটত প্রাগৈতিহাসিক কুমির, পায়ের ছাপে লুকিয়ে নতুন তথ্য

প্রাগৈতিহাসিক ব্যাট্রাকোপাস গ্র্যানডিস প্রজাতির কুমির দুই পায়ে ভর করে হাঁটত। (ছবি: এ রোমিলিও, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়) 

প্রাগৈতিহাসিক এই জীব জমিতে হাঁটার সময় যথেষ্ট জড়োসড়ো থাকত। চলাফেরার সময় তারা লেজ তুলে রাখত।

প্রাগৈতিহাসিক কুমির চার নয়, দুই পায়ে ভর করে হেঁটে বেড়াত। সম্প্রতি তাদের পায়ের ছাপ খুঁটিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা।

দক্ষিণ কোরিয়ার জিনজু ফর্মেশনে সংরক্ষিত জীবাশ্মে ধরা আছে প্রাগৈতিহাসিক যুগের ব্যাট্রাকোপাস গ্র্যানডিস (Batrachopus grandis) প্রজাতির কুমিরের পদচিহ্ন। সম্প্রতি তা বিশ্লেষণ করে নতুন তত্ত্ব আবিষ্কার করেছে চিন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকার যৌথ গবেষক দল। 

গবেষক দলের নেতা দক্ষিণ কোরিয়ার চিনজু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন-এর অধ্যাপক কিয়ং সু কিম জানিয়েছেন, ‘অনেকটা সমসাময়িক ডাইনোসরদের মতোই ছিল তাদের চলন। দেখলে মনে হত যেন তারা দড়ির ওপর দেহের ভারসাম্য বজায় রেখে হাঁটছে। অথচ এই পায়ের ছাপ ডাইনোসরের নয়।’

পায়ের ছাপ এবং কয়েক জায়গায় শরীরের চামড়ার ঘষটানির দাগ বিশ্লেষণ করকে বোঝা গিয়েছে, পিছনের দুই পায়ের সাহায্যেই চলাফেরা করত এই প্রজাতির কুমির। 

এর আগে একই পায়ের ছাপ দক্ষিণ কোরিয়ার অন্যত্র দেখা গিয়েছে, যা বিজ্ঞানীরা প্রাগৈতিহাসিক দু-পেয়ে উড়ন্ত সরীসৃপ জায়ান্ট টেরোসরাস-এর সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু বর্তমান জীবাশ্মবিদ দলের সদস্যরা জানিয়েছেন, পায়ের ছাপের মালিক আসলে বিশাল মাপের বিশেষ কুমির প্রজাতির। 

জীবাশ্মবিদদের দাবি, ব্যাট্রাকোপাস গ্র্যানডিস প্রজাতির কুমিররা তখনও ডাঙায় হাঁটাচলার ব্যাপারে সড়গড় হয়ে ওঠেনি বলেই দুই পায়ে ভর দিয়ে দুলে দুলে চলত। 

গবেষকরা জানিয়েছেন, দুই পায়ের ছাপের মধ্যে ব্যবধান খুবই কম থাকার অর্থ, হাঁটার সময় পায়ের জোড়া পাতা পরস্পরের কাছাকাছি থাকত। এর মানে, প্রাগৈতিহাসিক এই জীব জমিতে হাঁটার সময় যথেষ্ট জড়োসড়ো থাকত। সেই সঙ্গে মাটিতে লেজের কোনও ছাপ না পড়ায় বোঝা গিয়েছে, চলাফেরার সময় জমি থেকে তারা লেজ তুলে রাখত। তাতেই স্পষ্ট যে, তারা চার পায়ের বদলে দুই পায়ে হাঁটত। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্যাট্রাকোপাস গ্র্যানডিস প্রজাতির কুমিররা ক্রেটেশাস যুগের প্রাথমিক ভাগে পৃথিবীর বুকে চরে বেড়াত। তবে শুধু তারাই দুই পায়ে চলা কুমির ছিল না। ২৫ কোটি বছর আগে আরও বেশ কিছু দু-পেয়ে কুমির প্রজাতির বাস ছিল নীলগ্রহে।

ঘরে বাইরে খবর

Latest News

মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.