প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে। দলীয় নেতাদের আত্মীয়-স্বজনদের ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে আরও বিভিন্নভাবে প্রধানমন্ত্রী আবাসে দুর্নীতি সামনে এসেছে। এরই মধ্যে এবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পাওয়ার পরেই স্বামীর সংসার ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন ৪ গৃহবধূ। জানা গিয়েছে, ওই গৃহবধূদের অ্যাকাউন্টে আবাসের ৫০ হাজার টাকা ঢুকেছিল। সেই টাকা নিয়ে ওই গৃহবধূরা সংসার ফেলে পালিয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য সরকার টাকা দিয়ে থাকে। কিন্তু, সেই টাকা পেয়ে স্বামীর ঘর ছাড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় হতবাক সকলেই।
এই ঘটনার পরে জেলা নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গৃহবধূদের স্বামীদের সঙ্গে যোগাযোগ করা হয়। যেহেতু বাড়ির নির্মাণ কাজ শুরু হয়নি তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পুনরুদ্ধারের জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হবে বলে জেলা নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও গৃহবধূদের স্বামীদের দাবি, সেই টাকা হাতে পাননি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে যাতে কিস্তির টাকা না পাঠানো হয় তার জন্য সংস্থার কাছে তারা আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, যে ৪ জন গৃহবধূ প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তাঁরা হলেন বেলহারা, বাঁকি, জায়েদপুর ও সিদ্ধঘরের বাসিন্দা।
প্রসঙ্গত, জেলা নগর উন্নয়ন সংস্থার আধিকারিকরা ওই সমস্ত এলাকা খতিয়ে দেখে জানতে পারেন, ওই ৪টি বাড়ির নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। তখন গৃহবধূদের স্বামীরা জানান, তাঁদের স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় তাঁরা আবাস প্রকল্পে বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি। এই সুবিধাভোগীদের টাকা কীভাবে আদায় করা যায় তা নিয়ে জেলা আধিকারিকরা এখন বিভ্রান্ত। তবে এক আধিকারিক জানিয়েছেন সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছ থেকে আবাসের টাকা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আবাস যোজনায় তৃণমূল নেতা, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে নিজের আত্মীয়-স্বজনদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। সেই সমস্ত অভিযোগ পাওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। উল্লেখ্য, দেশের সব মানুষের মাথার উপর পাকা ছাদ দেওয়ার লক্ষ্যেই বর্তমানে চালু রয়েছে আবাস যোজনা। এই যোজনা মোদী সরকারের স্বপ্নের পরিকল্পনা। যে ব্যক্তিদের নিজস্ব জমি রয়েছে ও কাঁচা বাড়ি রয়েছে কেবলমাত্র তাঁরাই এই যোজনায় পাকা বাড়ির জন্য অর্থ-সাহায্য পান। বর্তমানে শহুরে অঞ্চলের জন্য বন্ধ রয়েছে এই যোজনা। পরিবর্তে চালু রয়েছে আবাস যোজনা-গ্রামীণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup