২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘খুনি’ বলে মন্তব্য করার অভিযোগ রয়েছে লোকসভায় বর্তমান বিরোধী দলনেতা ও কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই অভিযোগে ঝাড়খণ্ড কোর্টে চলা মানহানি মামলায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে ঝাড়খণ্ডে মামলা চলছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি করে ঝাড়খণ্ডের রাজ্য সরকার ও অভিযোগকারী নবীন ঝাকে একটি নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে রাহুলের ওই মন্তব্যকে অবমাননাকর বলে অভিযোগ তুলে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মী নবীন ঝা। রাঁচির ম্যাজিস্ট্রেট আদালতে সেই মামলা খারিজের আপিল হয়। তবে তা খারিজ করে মামলা পর্যালোচনার সিদ্ধান্ত নেন বিচারক। রাহুলকে সেখানে সশরীরে আসার নির্দেশ দেওয়া হয়। এরপর রাহুল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে আবেদন খারিজ হতেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপর সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলার শুনানিতে স্থগিতাদেশ দেয়। মামলায় নোটিস পাঠানো হয়েছে নবীন ঝা ও রাজ্য সরকারের কাছে।
এদিকে, রাহুলের পক্ষে এদিন কোর্টে সওয়াল করেন অভিষেক মুন সিংভি। তাঁর যুক্তি, যাঁর সম্পর্কে মন্তব্য করা হয়েছে, তিনি মামলা করতে পারেন। সে ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষ কী ভাবে মামলা করলেন? সব শুনে শীর্ষ আদালত, আপাতত, ঝাড়খণ্ডের কোর্টে চলা রাহুলের বিরুদ্ধে মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এর আগে, ২০১৯ লোকসভা ভোটের সময় ঝাড়খণ্ডের চাঁইবাসায় একটি জনসভায় রাহুল গান্ধী, অমিত শাহকে ‘খুনি’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ। তখনই ২০১৯ সালে বিজেপি কর্মী নবীন ঝা ,রাহুলের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা দায়ের করেন।