বাংলা নিউজ > ঘরে বাইরে > তালিবানের ডেরা থেকে উদ্ধার করেছিলেন ভারতীয়দের,পুরস্কৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন

তালিবানের ডেরা থেকে উদ্ধার করেছিলেন ভারতীয়দের,পুরস্কৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন

এভাবেই তালিবান অধিগৃহীত আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছিল ভারতীয়দের। ফাইল ছবি

শেষ পর্যন্ত কাবুল বিমানবন্দরে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিমান নামানো হয়। মার্কিন গ্রাউন্ড ফোর্স সুরক্ষা বলয় তৈরির ক্ষেত্রে সহায়তা করে। এরপর ১৫৩জনকে উদ্ধার করে নিরাপদে উড়ে আসে ওই বিমান। বায়ুসেনার সাহসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জেরে একেবারে সুরক্ষিত ছিলেন যাত্রীরা।

২০২১ সাল। কাবুলের দখল নিয়েছিল তালিবান। সেই সময় কাবুল থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে ঝাঁপিয়ে পড়েছিল বায়ুসেনা। সেই টিমে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রাহুল সিং। গত বছরের ১৫ অগস্ট অপারেশন দেবী শক্তির আওতায় সেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। মূলত দূতাবাসের কর্মী, আধিকারিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল সেদিন। এদিকে সেই সময়ে এয়ারপোর্টের চারদিকে বন্দুকবাজদের ভয়াবহ উপস্থিতি। তার মধ্যে নিরাপদে বের করে আনতে হবে ভারতীয়দের।

রাতে ফ্লাইট গিয়ে পৌঁছায় কাবুলের এয়ারপোর্টে। সেখানে প্রায় চার ঘণ্টা ছিল ওই এয়ারক্রাফট। এদিকে ততক্ষণে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। কাতারে কাতারে লোকজন আতঙ্কে এয়ারপোর্টের দক্ষিণ দিকের দেওয়াল ভেঙে উত্তর দিকে আসার চেষ্টা করছেন। এর সঙ্গে ভেসে আসছে গুলির আওয়াজ।

এরপর দ্রুত তাজাকিস্তানের ডুসানবের দিকে উড়ে যায় বিমান। কিন্তু SATCOM এর মাধ্যমে পাইলট বার বার খোঁজ নিচ্ছিলেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে। এরপর মাঝরাতে ডুরান্ড লাইনের কাছে  বিমানটি অবতরণ করে। নাইট ভিশন চশমার মাধ্যমে অবস্থান বুঝে বিমানটিকে নামানো হয়েছিল। 

এদিকে ততক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও সংযোগ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত কাবুল বিমানবন্দরে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিমান নামানো হয়। মার্কিন গ্রাউন্ড ফোর্স সুরক্ষা বলয় তৈরির ক্ষেত্রে সহায়তা করে। এরপর ১৫৩জনকে উদ্ধার করে নিরাপদে উড়ে আসে ওই বিমান। বায়ুসেনার সাহসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জেরে একেবারে সুরক্ষিত ছিলেন যাত্রীরা। এই দুঃসাহসিক অভিযানের জন্য গ্রুপ ক্যাপ্টেন রাহুল সিংকে বায়ু সেনা পদকে ভূষিত করা হয়েছে। 

বন্ধ করুন