Ford Reopen: ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন?
Updated: 13 Sep 2024, 08:30 PM ISTসিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটারা। আর ফেরেনি। তবে চেন্নাইতে ফিরছে ফোর্ড।
২০২১ সালে শেষবার ফোর্ড এই গাড়ি উৎপাদন করেছিল। পরবর্তী সময় এই উৎপাদন বন্ধ হয়ে যায়। ফোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এই গাড়ি রফতানি করা হবে। তবে অনেকের প্রশ্ন সিঙ্গুর থেকে চলে গিয়েছে টাটারা। তারা ফিরবে কবে?. REUTERS/David Dee Delgado/File Photo/File Photo
(REUTERS) পরবর্তী ফটো গ্যালারি