আবারও ভারত ভ্রমণে এসে অবাঞ্ছিত আচরণের অভিযোগ করলেন এক বিদেশিনী। তাঁর দাবি, তিনি যখন ট্রেনে সফর করছিলেন, সেই সময় তাঁর পাশে বসা এক তরুণ তাঁর ছবি তোলেন। এমনকী, মহিলা বারণ করার পরও নিরস্ত হননি তিনি।
এরপর ওই মহিলাও একটি ভিডিয়ো করেন এবং সেটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যেটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োয় ওই বিদেশিনীকে শান্ত গলায় এবং হাসিমুখে বলতে শোনা যায়, 'আমি ভারতের একটি ট্রেনে রয়েছি। এবং এই বিরক্তিকর ব্যক্তিটি (পাশে বসে হাসতে থাকা যুবককে দেখিয়ে) আমার ছবি তুলে যাচ্ছেন। এবং প্রথম থেকেই অত্যন্ত অসভ্যের মতো আমাকে বিরক্ত করছেন। তাই আমিও একই কাজ করলাম (হেনস্থাকারীর ভিডিয়ো করা)। ক্য়ামেরায় ওই ব্যক্তির ছবি তুলে রাখলাম।'
সূত্রের দাবি, ওই বিদেশিনী ট্রেনে সওয়ার হয়ে দিল্লি থেকে আগরা যাচ্ছিলেন। তখনই তাঁকে এই অনভিপ্রেত এবং অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলে অভিযোগ।
খুব স্বাভাবিকভাবেই ওই পুরুষ সহযাত্রীর (যাঁর চেহারা ভারতীয়দের মতোই) এহেন আচরণের তীব্র সমালোচনা করেন নেটিজেনদের অধিকাংশ। অনেকে ভারতে এসে এমন পরিস্থিতিতে পড়ার জন্য একজন ভারতীয় হিসাবে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। কেউ কেউ আবার বলেন, এসব ক্ষেত্রে আরও কঠোরভাবে প্রতিরোধ করা দরকার।
এই ভার্চুয়াল সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই বিদেশিনী পরবর্তীতে লেখেন, 'এভাবে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দিল্লি-আগরা রুটে এটাই ছিল আমার প্রথম ট্রেন সফর। আর আমি জানতাম না, আমরা তখন কী করা উচিত ছিল। আমি কেবলমাত্র একজন রেলকর্মীকেই দেখেছিলাম, যিনি শুধু স্ন্য়াক্স পরিবেশন করতে এসেছিলেন।'
ওই পর্যটক আরও লেখেন, 'আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম। ভেবেছিলাম, ট্রেনে বসে একটি বিশ্রাম নিতে পারব। কিন্তু, আমার পাশে বসা লোকটি সমানে আমার সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। লুকিয়ে আমার ছবি তুলছিলেন। আমি নিজের মতো থাকার চেষ্টা করছিলাম। জানলা দিয়ে বাইরে দেখছিলাম। কিন্তু, তিনি সমানে আমার দিকে তাকিয়ে ছিলেন। এমনকী, আমি আমার মোবাইলে কী করছি, সেটাও দেখছিলেন।'
মহিলার আরও অভিযোগ, 'আমি তাঁকে এমন আচরণ না করার অনুরোধ করি। কিন্তু, তিনি তারপরও একই কাজ করে যাচ্ছিলেন। তাই আমি বাধ্য হয়েই তাঁর একটি ভিডিয়ো করি। আশা করি, তিনি বুঝতে পেরেছেন সবটা। কারণ, তিনি অল্প অল্প ইংরেজি বলছিলেন। কিন্তু, আমার দেখে মনে হয়েছিল, তিনি নিজের আচরণে এতটা ডুবে ছিলেন, যে আমি কী বলছি, সেটা বোঝেননি।'
তবে, এই ঘটনায় তিনি হতাশ হলেও ভারতের প্রতি যে তাঁর ভালোবাসা কমেনি, সেটাও জানিয়েছেন ওই পর্যটক। তিনি লিখেছেন, 'আমি ভারতকে অত্যন্ত ভালোবাসি। এবং এই একটি ঘটনা আমাকে ভারতের মতো একটি সুন্দর দেশকে আরও জানার অভিযান থেকে বিরত করতে পারবে না। আমি ইতিমধ্যেই সেখানে অনেক বন্ধু তৈরি করে ফেলেছি। এবং তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি।'