যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে কেন্দ্র ‘অপারেশন গঙ্গা’ চালু করেছিল। সেই অভিযানে দেশে ফিরেছেন ২২ হাজার ৫০০ জনেরও বেশি ভারতীয়। আজকে সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে এই কথা বললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, ‘চলমান সংঘাতের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা নিশ্চিত করেছি যে প্রায় ২২,৫০০ নাগরিক নিরাপদে বাড়ি ফিরেছে।’
জয়শঙ্কর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে, আমরা অপারেশন গঙ্গা চালু করেছি, যার ফলে চলমান সংঘর্ষের পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা সফলভাবে উদ্ধার কাজ সম্পন্ন করতে পেরেছি। আমাদের দেশের মানুষরা ইউক্রেনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতেন। এর জেরে লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এরই মাঝে এই সংঘর্ষের জেরে ২০ হাজারেরও বেশি ভারতীয় ঝুঁকির মধ্যে ছিল। এই সময়ে বিশ্বমঞ্চে আমরা আলোচনা জারি রেখেছিলাম। পাশাপাশি এটা নিশ্চিত করেছি যাতে আমাদের দেশের নাগরিকরা সুরক্ষিত থাকে। এই উদ্ধার অভিযান এমন এক সময়ে অনুষ্ঠিত হয় যখন যুদ্ধ চলছে। বিমান হামলা চলছে, গোলা বর্ষণ চলছে।’ পাশাপাশি জয়শঙ্কর আরও জানান, বেশ কিছু বিদেশি নাগরিককেও ইউক্রেন থেকে উদ্ধার করে ভারত।
জয়শঙ্কর বলেন, ‘সুমি থেকে ভারতের সরিয়ে আনার অভিযান অত্যন্ত জটিল ছিল কারণ আমাদের ছাত্ররা ক্রসফায়ারের মধ্যে পড়তে পারত। শহর থেকে তাদের সরিয়ে নেওয়ার জন্য একটি বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি প্রয়োজন ছিল। ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপতিদের সাথে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কথা বলে এই বিষয়ে হস্তক্ষেপ করেন। সেই কারণে এই অভিযান বাস্তবায়িত হয়েছিল।’ এদিকে ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির শেষ বর্ষের মেডিকেল ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌড়ম প্রাণ হারিয়েছেন খারকিভে। তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইউক্রেনে আমাদের দূতাবাস তাঁর মৃতদেহ ভারতে ফেরানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে।’