রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন, এমন ৮৫ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। আরও ২০ জন ভারতীয় নাগরিক, যাঁরা এখনও রুশ বাহিনীতে নিযুক্ত রয়েছেন, তাঁদেরও যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়, তা নিয়ে আলোচনা চলছে। একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্ত্রী।
সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, নাম ও পরিচয় গোপন রাখার শর্তে সেই ব্যক্তিরা জানাচ্ছেন, ওই ২০ জন ভারতীয়ের নিয়োগ-মুক্তি নিয়ে খুব দ্রুত ইতিবাচক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই আলোচনা হতে পারে মঙ্গলবার।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে রুশ সফরে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্য়েই রাশিয়ার তরফে জানানো হয়েছে, এই সম্মেলন চলাকালীন কাজানে মোদীর সঙ্গে একান্ত বৈঠক করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্রের খবর, মঙ্গলবার আয়োজিত হতে চলা সেই দ্বিপাক্ষিক বৈঠকেই ওই ২০ জন ভারতীয় নাগরিকের নিয়োগ-মুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, যে ভারতীয় নাগরিকরা রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন বা রয়েছেন, তাঁরা মূলত সেখানে সাপোর্ট স্টাফ বা সহকারী কর্মী হিসাবে পরিষেবা প্রদান করেন। তাঁদের কেউ রাঁধুনী, তো কেউ সহায়ক। কিন্তু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন এঁদের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সম্প্রতি, যুদ্ধের কারণেই কমপক্ষে এমন ন'জন ভারতীয় নাগরিকের প্রাণ গিয়েছে। যা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে নয়া দিল্লি ও মস্কোর মধ্যে কার্যত স্নায়ুর লড়াই চলছে। গত জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদী যখন রুশ সফরে গিয়েছিলেন, সেই সময়েও পুতিনের কাছে এই বিষয়টি উত্থাপন করেন তিনি।
ভারতের বিদেশ সচিব আরও জানিয়েছেন, রাশিয়ার বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে ভারতের তরফে 'অত্যন্ত ঘনিষ্ঠভাবে যোগাযোগ' রাখা হচ্ছে। 'যে ভারতীয়রা অবৈধভাবে অথবা অন্য কোনও উপায়ে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে যুক্ত থাকতে চুক্তিবদ্ধ হয়েছেন' তাঁদের নিয়ে আলোচনা চলছে।
ব্রিকস সম্মেলনের কারণে মোদীর রুশ সফর প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করার সময়েই এই তথ্য সামনে এনেছেন বিদেশ সচিব।
তিনি বলেন, ‘যত দূর আমরা জানি, এই মূহূর্তে, বর্তমান তথ্যের ভিত্তিতে বলতে পারি, প্রায় ৮৫ জনকে রাশিয়া থেকে ফেরোনা সম্ভব হয়েছে। দুঃখের বিষয় হল, বেশ কয়েকজনকে আমরা জীবিত অবস্থায় ফেরাতে পারিনি। তাঁরা যুদ্ধের সময় নিজেদের জীবন হারিয়েছেন।’
এরপরই মিস্ত্রী জানান, 'আমাদের কাছে যত দূর খবর রয়েছে, এখনও প্রায় ২০ জন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তাদের সেনাবাহিনীতে যত ভারতীয় রয়েছেন, তাঁদের যাতে দ্রুত দেশে ফেরানো সম্ভব হয়, তা নিশ্চিত করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'