ভারত-বাংলাদেশ মৈত্রী যেন আরও সুদৃঢ় হচ্ছে। বুধবার ভারত ও বাংলাদেশ উভয়ই সিদ্ধান্ত নিয়েছে এবার বহুমুখী ক্ষেত্রে দুদেশের মধ্য়ে সম্পর্ককে আরও দৃঢ় করা হবে। বাণিজ্য থেকে সামরিক সুরক্ষার সবক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক মজবুত করা হবে।
ভারতের বিদেশ সচিব বিনয় কাটরা ও বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিদেশ সচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তিনি দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বার্তা দিয়েছেন মোদী। সেটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে।
দুদেশের বিদেশ সচিব পর্যায়ে দীর্ঘ আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শক্তিসম্পদ, বিদ্যুৎ ব্যবস্থা,প্রতিরক্ষা, মানুষের মধ্যে বন্ধন সহ নানা বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে ঢাকায়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে। জি ২০তে বাংলাদেশ যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেব্যাপারে ভারতের তরফে বলা হয়েছে।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য় হিসাবে পারস্পরিক সহযোগিতা করার ব্যাপারেও কথা হয়েছে।
ভারতের প্রতিবেশীদের অগ্রাধিকার সংক্রান্ত পলিসির কথাও বাংলাদেশকে জানানো হয়েছে। ভারতের বিদেশমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে।
এদিকে সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে ফের এই আলোচনা নতুন করে সম্পর্ককে আরও জোরদার করল বলে মনে করা হচ্ছে।
এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বের সম্পর্ক। একে অপরের সঙ্গে আত্মার টানও অনুভব করেন ভারতবাসী অনেকেই। বিশেষত এপার বাংলা ও ওপার বাংলার মধ্য়ে এই টান যথেষ্ট। অন্যদিকে দুদেশ বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পাশে থাকে। কাঁটাতারের বেড়া থাকলেও দুদেশ চিরদিন মৈত্রীর বন্ধনে আবদ্ধ। সেই সম্পর্ক যেন ফের এদিন আরও মজবুত হল। দ্বিপাক্ষিত সম্পর্ককে ফের পর্যালোচনা করা হয়েছে এই বৈঠকে।এমনটাই উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup