ঘটনা লস অ্যাঞ্জেলাস বিমানবন্দরের। সেখানে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন ফটোগ্রাফার ও তাঁর পরিবারকে নির্দেশ করে বিদ্বেষমূলক মন্তব্য ধেয়ে আসে এক মহিলার তরফে। এক ভাইরাল ভিডিয়োতে ঘটনা জানিয়েছেন পরিস্থিতির শিকার পারভেজ তৌফিক।
ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে সফর করছিলেন ফটোগ্রাোফার পরভেজ ও তাঁর পরিবার। সেখানেই বিমান থেকে নেমে বিমান সংস্থার বাসে ঘটে যায় অপ্রীতিকর কাণ্ডটি। গোটা ঘটনার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) তুলে ধরেন পরভেজ। ক্যানকুন থেকে লস অ্যাঞ্জেলস যাচ্ছিল পরভেজের পরিবার। পরভেজের অভিযোগ, ওই মহিলা বিমান থেকে তাঁর ছেলেকে হেনস্থা করেন। বারবার প্রশ্ন করেন, তাঁরা ভারতীয় কি না। পরভেজ বলেন,' যখন আমরা লস অ্যাঞ্জেলসে নামি, তখন উনি আমার ছেলেকে শাট আপ বলেন। আমি বলি, আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলা তাঁর ঠিক হয়নি, তখন তাঁর স্বামী আমার সামনে এসে বোঝাতে চান, তাঁর স্ত্রীর সঙ্গে কথা না বলতে।' ভিডিয়োতে পরভেজ বলছেন,'রক্ত ফুটছে'। তিনি দুঃখের সঙ্গে বলছেন, এমনটা ঘটতে পারে বাস্তবে। এদিকে ভিডিয়োতে দেখা যায় মহিলা ভারতের প্রসঙ্গ কুলে গালিগালাজ করছেন। ভিডিয়োয় শোনা যাচ্ছে, মহিলা বলছেন,' আপনার পরিবার ভারত থেকে.. আপনাদের কোনও সম্মান নেই, আপনাদের কোনও নিয়ম নেই, আপনারা ভাবেন আপনারা সবাইকে ধাক্কা দেবেন.. ধাক্কা, ধাক্কা.. এটাই আপনারা ভাবেন, আপনারা ***** পাগল।' এরপর ভিডিয়োতে গালিগালাজের পর্যায় তুঙ্গে চড়তে থাকে।
( Budh Uday Astrology: বুধ উদয় হতেই চাকরিতে উন্নতি, বাড়বে টাকার সঞ্চয়, লাকি রাশির লিস্ট লম্বা!)
এরপর পরভেজ তৌফিক একজন নিরাপত্তা কর্মীকে বলেন, যাতে ওই বাস থেকে ওই মহিলাকে বের করে দেওয়া হয়। তারপর এই মহিলা পরভেজকে উদ্দেশ্য করে বলেন,'আপনি আমার প্রতি বিদ্বেষমূলক। আমি আমেরিকান।' এদিকে তখন পরভেজ বলেন,'আমরাও তাই।' পাল্টা মহিলা বলেন,'আপনি আমেরিকান নন, না… আসল আমেরিকান নন.. আপনি ভারত থেকে..।' পরভেজ জানান তাঁর জন্ম আমেরিকায়। তা মানতে চানানি মহিলা। পরভেজের পাসপোর্ট দেখতে চান তিনি। পরভেজ তখনই অভিযোগ তোলেন, এই মহিলা ‘মদ্যপ’। পরে ইউনাইটেড এয়ারলাইন্স মহিলাকে ‘নন ফ্লাই ’ লিস্টের অন্তর্ভূক্ত করে দেয়। ফলে ইউনাইেড এয়ারলাইন্সের বিমানে এই মহিলা আর চড়তে পারবেন না।