বাংলা নিউজ > ঘরে বাইরে > Foreigner Murdered by Bangladeshis: বিক্ষোভকারীদের তাণ্ডব আওয়ামি নেতার পাঁচতারা হোটেলে, পুড়ে মরল বিদেশি পর্যটক সহ ২১

Foreigner Murdered by Bangladeshis: বিক্ষোভকারীদের তাণ্ডব আওয়ামি নেতার পাঁচতারা হোটেলে, পুড়ে মরল বিদেশি পর্যটক সহ ২১

বিক্ষোভকারীদের তাণ্ডব আওয়ামি নেতার পাঁচতারা হোটেলে, পুড়ে মরল বিদেশি সহ ২১ (REUTERS)

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোমবারের সংঘর্ষে বাংলাদেশে মৃত্যু হয়েছে ১০৯ জনের। পরে অন্যান্য রিপোর্টে দাবি করা হয়, মৃতের সংখ্যা ১৩৫। রাজধানী ঢাকাতে অন্তত ১৩টি পুলিশ স্টেশনে হামলা হয়েছে গতকাল। বাংলাদেশের দু'টি কারাগারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশে যশোরে আওয়ামি লিগ নেতা শাহিন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারা হোটেলে তাণ্ডব চালাল বিক্ষোভকারীরা। সেই তাণ্ডবে বহু মানুষ জীবিত অবস্থায় পুড়ে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে জাবির ইন্টারন্যাশনাল নামক হোটেলের নীচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সেই আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়ে। হোটেলে আটকে পড়া বহু মানুষ এর জেরে জীবিত অবস্থায় পুড়ে মারা যান। রিপোর্ট অনুযায়ী, জাবির ইন্টারন্যাশনালে দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর সেই মৃতদের মধ্যে এক ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। এদিকে মৃতদের মধ্যে অনেক বিক্ষোভকারীও আছেন বলে জানা গিয়েছে। হোটেলের তৃতীয় তলায় পানশালায় নাকি লুটপাট করতে গিয়ে আটকে পড়ে বেশ কয়েকজন। তাঁরাই সেই আগুনে পুড়ে মারা যায়। (আরও পড়ুন: দিল্লিতে সেফহাউজে সুরক্ষিত আছেন হাসিনা, সর্বদল বৈঠকে জানালেন জয়শংকর)

আরও পড়ুন: বাংলাদেশি সেনাপ্রধানকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিল ভারত, কে এই ওয়াকার?

আরও পড়ুন: গণভবন থেকে চুরি 'হাসিনার অন্তর্বাস', সংসদ থেকে নগদ টাকা চুরি 'আন্দোলনকারীদের'

এদিকে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোমবারের সংঘর্ষে বাংলাদেশে মৃত্যু হয়েছে ১০৯ জনের। পরে অন্যান্য রিপোর্টে দাবি করা হয়, মৃতের সংখ্যা ১৩৫। রাজধানী ঢাকাতে অন্তত ১৩টি পুলিশ স্টেশনে হামলা হয়েছে গতকাল। বাংলাদেশের দু'টি কারাগারে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে এই অশান্ত পরিবেশের ফাঁকে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশের বিভিন্ন মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় আন্দোলকারী পড়ুয়াদের একাংশ। জানা গিয়েছে, গতকালও হিংসা জারি থাকায়, ২১ জুলাই থেকে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৪৪০-এর গণ্ডি ছাড়িয়েছে। এই মৃতদের মধ্যে প্রাথমিক ভাবে আন্দোলনকারীদের সংখ্যা ছিল বেশি। তবে গতকাল থেকে 'প্রতিশোধ' নেওয়ার নাম করে আওয়ামি লিগ নেতা-কর্মী এবং পুলিশের ওপর হামলা চালানো হয়েছে নির্বিচারে। (আরও পড়ুন: 'অস্থিতিশীল বাংলাদেশ আগ্নেয়গিরি… প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে', বললেন 'সম্ভাব্য' PM)

আরও পড়ুন: হাসিনার বিদায়ে 'খুশি' USA, নীরব সোমের অরাজকতা নিয়ে, UN তদন্তের দাবি ব্রিটেনের

আরও পড়ুন: বাংলাদেশে রামকৃষ্ণ মিশন, ইসকন সহ ৯ মন্দিরে হামলা, ২৯ জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা

অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করল, সেদেশের ২৯টি জেলায় সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোহ। ভাঙা হয়েছে মন্দির। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এক বিবৃতি জারি করে সোমবার দাবি করেন, বাংলাদেশে ৪টি জেলাতে অন্তত ৯টি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। ঐক্য পরিষদের নেতাদের বাড়িতেও হামলা চালিয়েছে এক শ্রেণির বিক্ষোভকারী। বহু জায়গায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, গতকাল ফেনি শহরের দুর্গামন্দিরে হামলা চালানো হয়। দিনাজপুরের পার্বতীপুর কালীমন্দিরসহ পাঁচটি মন্দিরে ভাঙচুর করা হয়। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এবং নেত্রকোনা শহরে রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।

 

 

পরবর্তী খবর

Latest News

৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো পার্থ এখনও জেলে, মুক্তি পেলেন মানিক, মুখে চওড়া হাসি, বললেন সত্যমেব জয়তে শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা? ফিরছে কমিনে, হায়দার জুটি! বিশাল-শাহিদের যুগলবন্দিতে তড়কা 'ভাবি ২' তৃপ্তি দিমরি 'জুনিয়র ডাক্তাররা তো চেয়ার চাননি,যা বলেনি তা নিয়ে..' মমতাকে মনে করালেন বিমান বসু ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’ টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটবে শাকিবদের? 5 ওভার শেষে Australia-র স্কোর 53/1 ‘অভয়া ক্লিনিকে কানটা দেখিয়ে আসুন’, কাকে লিখলেন সুদীপ্তা? বিরসা লেখেন,'মাথা, মন.. কোথায় ছিল দেহ? আপনারা কোথায় ছিলেন? নির্যাতিতার পরিবারকে নিয়ে আরজিকরে CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.