জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়ছে আগুন। কোনওভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পুঞ্চ জেলার মেনধর মহকুমার মানকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গলে আগুন লাগে। তবে সেই আগুন আরও মারাত্মক হয়ে উঠেছে। কারণ, সীমান্তে বহু ল্যান্ডমাইন বিছানো রয়েছে। আগুনের গ্রাসে সেই ল্যান্ডমাইনগুলিতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে। কয়েক কিলোমিটার দূর থেকে আগুন দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আগুনে পুড়ছে জঙ্গল, জম্মু ও কাশ্মীরে LoC বরাবর একাধিক ল্যান্ডমাইন বিস্ফোরণ
আগুন নিয়ন্ত্রণে দমকল ও সেনাবাহিনীর জওয়ানরা একসঙ্গে কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ক্রমেই তা ভয়াবহ আকার নিচ্ছে। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে গরমের কারণে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন পাঁচ থেকে ছয় কিলোমিটার বনাঞ্চলকে গ্রাস করে। মূলত সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর সংখ্যক ল্যান্ডমাইন বিছানো ছিল। সেগুলির বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যায়।
এদিন আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তীব্র গরমের কারণেই আগুন লেগেছে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, যে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে এই আগুন লেগে থাকতে পারে। কারণ যে এলাকায় আগুন লেগেছে সেখানে ভারতীয় ভূখণ্ডের মধ্যে জনবসতি নেই। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানকোট সেক্টরে আগুন লাগে। প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, চলতি মাসে মেনধর উপজেলার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বনাঞ্চলে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রতিবারের মতো এবারও পাকিস্তান অধিকৃত এলাকার বনাঞ্চলে আগুন ভারতীয় ভূখণ্ডে পৌঁছেছে।
অতীতে দেখা গিয়েছে, নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি অধিকৃত এলাকা থেকে সন্ত্রাসবাদী ও পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশকে নিরাপদ করতে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তারফলে ল্যান্ডমাইন নষ্ট হয়ে যায় এবং সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ সহজ হয়ে ওঠে। তবে এনিয়ে সজাগ রয়েছে সীমান্তে মোতায়েন থাকা সেনাবাহিনী। কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে এলাকায়।