বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কে নেতা ভুলে যান, জনতাই নেতৃত্ব দেবে', সোনিয়ার সঙ্গে বৈঠকে জোট বার্তা মমতার

'কে নেতা ভুলে যান, জনতাই নেতৃত্ব দেবে', সোনিয়ার সঙ্গে বৈঠকে জোট বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।(ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সূূত্রের খবর, তিনি এদিন জানিয়ে দেন একসঙ্গে লড়াই করার জন্য় কোর গ্রুপ তৈরি করতে হবে।

‘কে নেতা ভুলে যান। ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রাখুন। জনতাই নেতৃত্ব দেবেন।’ শুক্রবার প্রদেশ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ ১৯টি বিরোধী দলের সঙ্গে বৈঠকে এভাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কার্যত সোনিয়া যখন জানিয়েছেন জাতির স্বার্থে এই জোট জরুরী। তখন মমতা কার্যত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জোটের ইতিবাচক বার্তাকে কয়েকগুণ এগিয়ে  দিলেন। রাজনৈতিক মহলের মতে, জাতীয় ক্ষেত্রে কে নেতৃত্বে দেবেন এনিয়ে তলায় তলায় একটা প্রতিযোগিতা থেকেই যায়। সেটা আঁচ করে গোটা বিষয়টি জনতার হাতে ছেড়়ে দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সোনিয়া জানিয়েছেন একেবারে পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। আর মমতা সরাসরি জানিয়ে দিলেন সেই পরিকল্পনার কথা। সূূত্রের খবর, তিনি এদিন জানিয়ে দেন একসঙ্গে লড়াই করার জন্য় কোর গ্রুপ তৈরি করতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন,কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। কংগ্রেসের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই তাঁদেরও আমন্ত্রন করার ব্যাপারে এদিন তিনি সওয়াল করেন তিনি । প্রসঙ্গত এদিন আপকে এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর যাবতীয় মতানৈক্য দূরে রেখে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাশাপাশি সূত্রের খবর এদিন মমতা কৃষক আন্দোলনের প্রসঙ্গ, মোদী সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ ও নানা বঞ্চনার অভিযোগ, পেগাসাস ইস্যু, জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে সরব হন। প্রসঙ্গত জুলাই মাসের শেষে সোনিয়ার সঙ্গে চা চক্রে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এরপর এদিন ভার্চুয়াল মিটিং। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কেন্দ্রের মোদী সরকারকে পর্যদুস্ত করতে এবার যে খোদ মমতা বন্দ্য়োপাধ্যায় কংগ্রেসের হাত ধরতেও প্রস্তুত তারও ইঙ্গিত এদিন মিলেছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, একটি বিষয়ে সকলে সহমত হয়েছেন সংসদের ভেতরে যেভাবে প্রতিবাদ করা হয় সেভাবেই সংসদের বাইরেও যাতে প্রতিবাদ করা হয় সেব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে।  

 

বন্ধ করুন