একসঙ্গে ন'টি রাজ্যে রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেইসঙ্গে পুদুচেরির নয়া লেফটেন্যান্ট গভর্নরের (উপ-রাজ্যপাল) নামও ঘোষণা করা হয়েছে। শনিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে নয়া রাজ্যপাল পাচ্ছে ঝাড়খণ্ড, রাজস্থান, তেলাঙ্গানা, সিকিম, ছত্তিশগড়, মেঘালয়, মহারাষ্ট্র, অসম এবং পঞ্জাব। ছয়জন নতুন ব্যক্তিকে রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। তিনজনের ক্ষেত্রে রাজ্য পরিবর্তন করা হয়েছে। কাউকে-কাউকে বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে।
কোন রাজ্যে কে রাজ্যপাল হলেন? রইল পুরো তালিকা
১) সন্তোষকুমার গাঙ্গোয়ারকে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বরেলি থেকে টিকিট দেয়নি বিজেপি। যিনি ওই আসন থেকে টানা ছ'বার জিতেছিলেন।
২) হরিভাউ কিষানরাও বাগড়েকে রাজস্থানের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
৩) ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলাঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। তেলাঙ্গানায় ক্ষমতায় আছে কংগ্রেস।
৪) সিকিমের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ওমপ্রকাশ মাথুরকে। রাজস্থানের বর্ষীয়ান বিজেপি নেতা রাজ্যসভার সদস্য ছিলেন।
৫) ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে রমেন ডেকাকে।
৬) সি এইচ বিজয়শংকরকে করা হয়েছে মেঘালয়ের রাজ্যপাল। যিনি সাংসদ ছিলেন। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে ফের বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
৭) এতদিন ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন। তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে। তাঁর হাতে বাড়তি দায়িত্ব হিসেবে তেলাঙ্গানাও ছিল।
৮) অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াকে পঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাড়তি দায়িত্ব হিসেবে তাঁকে চণ্ডীগড়ের প্রশাসকও করেছেন রাষ্ট্রপতি। পঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে বনওয়ারিলাল পুরোহিতের ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে।
৯) সিকিমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল করা হয়েছে। মণিপুরের রাজ্যপাল হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন।
মোদীর ভরসার প্রাক্তন আমলা পেলেন পুদুচেরির দায়িত্ব
অবসরপ্রাপ্ত IAS অফিসার কে কৈলাশনাথনকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রীর থাকার সময় মোদীর চিফ প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন কৈলাশনাথন। দীর্ঘদিন ধরে গুজরাটের মুখ্যমন্ত্রীর চিফ প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন ইস্তফা দেন তিনি।
কবে থেকে নয়া রাজ্যপালরা দায়িত্ব নেবেন?
রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, যাঁদের নয়া দায়িত্বে নিয়োগ করা হয়েছে, তাঁরা যখন থেকে দায়িত্বভার গ্রহণ করবেন, তখন থেকে তাঁদের মেয়াদ শুরু হবে।