বাংলা নিউজ > ঘরে বাইরে > DY Chandrachud: ‘এক দেশ, এক প্রবেশিকা পরীক্ষা’ই কি বিচারব্যবস্থার সংস্কারের চাবিকাঠি? কী বার্তা দিলেন চন্দ্রচূড়?

DY Chandrachud: ‘এক দেশ, এক প্রবেশিকা পরীক্ষা’ই কি বিচারব্যবস্থার সংস্কারের চাবিকাঠি? কী বার্তা দিলেন চন্দ্রচূড়?

প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। (File Photo - PTI)

একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন প্রাক্তন প্রধান বিচারপতি। এবং তার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমরা কি সর্বভারতীয় বিচারব্যবস্থা গড়ে তুলতে পারি? আমি মনে করি, বর্তমানে প্রেক্ষাপটে এটা খুবই জরুরি।’

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার স্বার্থে একটি সর্বভারতীয় বিচারব্যবস্থা অত্যন্ত জরুরি। যেখানে জাতীয়স্তরে বিচার বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া বর্তমান থাকবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) এমনই মন্তব্য করতে শোনা যায় ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে।

এদিন ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বার্ষিক অনুষ্ঠানে যোগদান করেন প্রাক্তন প্রধান বিচারপতি। সেখানেই বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সিজেআই বলেন, 'আমরা এক অতি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে চলেছি। আর যদি বিচার বিভাগীয় সংস্কারের কথা বলা হয়, তাহলে বলতে হবে - গত শতাব্দীর ছয় কিংবা সাতের দশকে ভারত যা ছিল, তার তুলনায় আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আমরা যদি আমাদের দেশকে পরবর্তী স্তর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে বিচার বিভাগীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, নাগরিকের অধিকার রক্ষা করার জন্য আইনের শাসন ও দক্ষ বিচারব্যবস্থা থাকা খুবই জরুরি। এবং তা বাণিজ্যের অগ্রগতির জন্যও দরকার।'

চন্দ্রচূড় আরও বলেন, 'দুই দিক দিয়েই যদি দেখা যায়, তাহলে দেখা যাবে, একজন বিনিয়োগকারী স্বচ্ছতা, নির্দিষ্ট লক্ষ্য এবং ফলাফলের নিশ্চয়তা পেতে চান। কিন্তু, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় বিচারক বা বিচারপতিদের সংখ্যা খুবই কম। আমাদের আরও বিচারক বা বিচারপতি দরকার। দ্বিতীয়ত, সারা ভারতজুড়েই একেবারে জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট - সর্বত্রই আমাদের পরিকাঠামো উন্নত করতে হবে। এবং ভারতীয় বিচারব্যবস্থায় যেখানে যত শূন্য পদ রয়েছে, সেগুলি পূরণ করতে হবে।'

আর এই প্রেক্ষিতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন প্রাক্তন প্রধান বিচারপতি। এবং তার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'আমরা কি সর্বভারতীয় বিচারব্যবস্থা গড়ে তুলতে পারি? আমি মনে করি, বর্তমানে প্রেক্ষাপটে এটা খুবই জরুরি। আজ, রাজ্য সরকারগুলি বলছে যে আমাদের একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। এবং তারা এটা নিয়ে চিন্তিত যে একটি ভারতীয় বিচারব্যবস্থা আদতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে পারে।'

এই প্রেক্ষাপটেই চন্দ্রচূড় উল্লেখ করেন, যদিও জেলাস্তরের বিচারব্যবস্থায় নিয়োগের বিষয়টি রাজ্য়ের এক্তিয়ারভুক্ত, তবুও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার স্বার্থে একটি ভারসাম্য থাকা দরকার।

তিনি বলেন, 'সারা ভারতের নিয়োগের ক্ষেত্রে আপনার কাছে একটিই পরীক্ষা ব্যবস্থাপনা থাকা উচিত। যাতে দেশের মধ্যে সেরাদেরই আপনি পেতে পারেন। তামিলনাড়ু থেকে আসা কেউ একজন ওডিশায় যেতে পারেন। আবার, ওডিশা থেকে কেউ মেঘালয়েও যেতে পারেন। এবং এভাবেই এটা চলতে পারে। এতে একটি দেশ হিসাবে ভারতের অখণ্ডতা উপস্থাপিত করার উপ-উদ্দেশ্যও পূর্ণ হবে। সর্বভারতীয়স্তরে একটি নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষা নেওয়া যেতে পারে। এবং মেধাতালিকার নিরিখে নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে প্রত্যেক রাজ্যের জন্যই সংরক্ষণ নির্দিষ্ট থাকবে।'

পরবর্তী খবর

Latest News

১৬ বছরে গায়িকা দিদির সেক্রেটারিকে পালিয়ে বিয়ে, অত্যাচার করত শ্বশুরবাড়ি, চিনলেন? ২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো সিঙ্গল বেঞ্চে খারিজ হয়েছে আবেদন, মতুয়া মেলা নিয়ে এবার ডিভিশন বেঞ্চে শান্তনু কুণ্ডলীতে এই দোষ থাকলে জীবন হয় দুর্বিষহ, জেনে নিন মার্কেশ দোষ কতটা বিপজ্জনক ‘দেশ, বাংলার সম্মান ভাবে না, রবীন্দ্রসঙ্গীত বোঝে না ডিজে শুনতে চাইছে’ ছক ভাঙা খয়েরি শাড়িতে বধূবেশে দেবচন্দ্রিমা,সায়ন্ত বিতর্ক অতীত হতেই বিয়ে করলেন? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৮ মার্চের রাশিফল

IPL 2025 News in Bangla

২৭ কোটির ঋষভ পন্তের ঠুকঠুকে ব্যাটিং, রাগে টিভি ভাঙলেন লাইভ শোয়ের সঞ্চালক- ভিডিয়ো উপ্পলে ট্র্যাভিসের স্টাম্প ছিটকে দিয়ে ইন্দ্রপতন ঘটানো প্রিন্স যাদব কে?- ভিডিয়ো LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.