ইনটেল ইন্ডিয়ার প্রাক্তন কান্ট্রি হেড অবতার সাইনি। মহারাষ্ট্রের নবি মুম্বইতে একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। তিনি সাইকেলে চেপে যাচ্ছিলেন। একেবারে ছিটকে পড়েন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। বুধবার ভোট ৫টা বেজে ৫০ মিনিট নাগাদ একটি ক্যাবের ধাক্কায় ছিটকে পড়েছিলেন তিনি। নবি মুম্বইয়ের পাম বিচ রোডে এই দুর্ঘটনা। ওই ক্যাবটা চালাচ্ছিলেন ঋষিকেশ খাড়ে। সাইনি যখন সাইকেল চালাচ্ছিলেন তখন তাকে ধাক্কা দেওয়া হয়। খাড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এদিকে সাইকেলটা একেবারে ক্যাবের সামনের চাকার সঙ্গে আটকে গিয়েছিল। সাইনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়।
এদিকে পুলিশের দাবি, ঋষিকেশকে জেরা করা হয়েছিল। পরে তিনি জানিয়েছিলেন, সারারাত গাড়ি চালানোর পরে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরপর তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটা গিয়ে সাইনির বাই সাইকেলে ধাক্কা দেয়। তবে তাকে গ্রেফতার করা হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অবতার সাইনি মুম্বইয়ের চেম্বুর এলাকার বাসিন্দা। ইনটেল মাইক্রোপ্রসেসর তৈরির ক্ষেত্রে তার অবদান রয়েছে। এদিকে সাইনির আত্মীয়রা সব বিদেশে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।
সূত্রের খবর, ওই ক্যাব চালক সারারাত গাড়ি চালিয়েছিলেন। এরপর তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু তবুও তাঁর হাত ছিল স্টিয়ারিংয়ে। এদিকে ভোরবেলা সেই রাস্তা দিয়ে সাইকেলে চেপে যাচ্ছিলেন ওই অবতার সাইনি। আচমকাই দ্রুত গতিতে আসা গাড়িটি তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।