ভারতের প্রথম জাতীয় সামুদ্রিক নিরাপত্তা সমন্বয়কারী (NMSC) হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নৌবাহিনীর প্রাক্তন উপপ্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার। উপকূলীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি এবং ভারত মহাসাগর অঞ্চলে ক্ষমতার গতিশীল পরিবর্তনের মধ্যেই ভারত এই পদ চালু করল। ভারত মহাসাগরে ক্রমেই চিনের তরফ থেকে হুমকি বাড়ছে। চিনের প্রভাব বিস্তারের এই ছেষ্টার মাঝে ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমারের নিয়োগ বেশ তাত্পর্যপূর্ণ।
জানা গিয়েছে, ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার সরাসরি দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রিপোর্ট করবেন। অজিত দোভাল নিজে ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমারকে এই পদের জন্য বেছে নিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও জাতীয় সামুদ্রিক নিরাপত্তা সমন্বয়কারী পদে নিযুক্ত ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমারের অধীনে কোনও বাহিনী থাকবে না। জাতীয় সামুদ্রিক নিরাপত্তা সমন্বয়কারী পদ চালুর বিষয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ক্যাবিনেট সবুজ সংকেত দেয়। এই ক্যাবিনেটের প্রধান নরেন্দ্র মোদী নিজে। গত নভেম্বরেই এই পদ চালুর সবুজ সংকেত মেলে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এবং মুম্বইয়ে ২৬/১১-র হামলার পর এই পদ চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল।
তামিলনাড়ুর অমরাবতী নগরের সৈনিক স্কুল এবং পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র অশোক কুমার। ১৯৮২ সালের জুলাই মাসে নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন তিনি। গত বছর নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে অবসর গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার। সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সরকারকে পরামর্শ দেবেন প্রাক্তন নৌবাহিনী কর্তা।