প্রয়াত হলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ (অবসরপ্রাপ্ত)। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমনই জানানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুবাইয়ের হাসপাতালে প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি। যিনি কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের অন্যতম মাথা ছিলেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের তরফে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে অ্যামালয়েডসিসে ভুগছিলেন মুশারফ। শরীরের বিভিন্ন প্রান্তের অঙ্গ এবং কোষে অ্যামলয়েড নামে প্রোটিনের অস্বাভাবিক অবস্থানের ফলে সেই বিরল রোগ হয়। সেজন্য দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসা চলছিল। যেখানে ২০১৬ সাল থেকে থাকছিলেন।
মুশারফের মৃত্যুর পর রবিবার পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্টাফ কমিটির চেয়ারম্যান চিফ জেনারেল সাহির শামশাদ এবং সব সামরিক বাহিনীর প্রধান শোকপ্রকাশ করেছেন। যাঁর মৃত্যুর খবর নিয়ে অতীতে পাকিস্তানে একাধিকবার গুজব ছড়িয়েছিল।
পারভেজ মুশারফের জীবনকাহিনি
১৯৪৩ সালের ১১ অগস্ট পুরনো দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন মুশারফ। ধাপে-ধাপে পাকিস্তানি সেনায় উঁচু পদে আসীন হয়েছিলেন। ১৯৬৫ সালের যুদ্ধে যুক্ত ছিলেন। যোগ দিয়েছিলেন স্পেশাল সার্ভিস গ্রুপে। তারপর ১৯৯৮ সালে তাঁকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
কার্গিল যুদ্ধ
মুশারফ পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার কয়েক সপ্তাহ পরেই বাসে করে লাহোরে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তিনি যখন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা করছিলেন, সেইসময় কার্গিল সেক্টর দিয়ে ভারতের অনুপ্রবেশ করেছিলেন পাকিস্তানি ফৌজিরা।
কিন্তু মুশারফদের সেই পরিকল্পনা সফল হয়নি। জোরদার ধাক্কা খেয়েছিল পাকিস্তান। পুরোপুরি ধরাশায়ী হয়ে গিয়েছিল। ভারতের হাতে কার্গিল যুদ্ধে পরাজিত হওয়ার মধ্যেই প্রচুর পাকিস্তানি ফৌজি মারা গিয়েছিলেন। সেইসঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকেও পাশে পায়নি পাকিস্তান। বরং ভারতকে সমর্থন জুগিয়েছিলেন তিনি।
পাকিস্তানে সামরিক অভ্যুত্থান
কার্গিল যুদ্ধে মুখ থুবড়ে পড়ার যে নওয়াজ তাঁকে সেনার প্রধান করেছিলেন, তাঁকেই ‘রক্তবিহীন অভ্যুত্থানের’ মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন মুশারফ। ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে ছিলেন। প্রথম পাকিস্তানের চিফ এগজিকিউটিভ ছিলেন মুশারফ। পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। যাঁর শাসনকালে আমেরিকায় ৯/১১ হামলা চলেছিল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)