HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Pervez Musharraf:পারভেজ মুশারফের জীবন সফর একনজরে, দিল্লি থেকে পাক রাজনীতির তাবড় 'নাম' হয়ে ওঠার লড়াই কেমন ছিল

Pervez Musharraf:পারভেজ মুশারফের জীবন সফর একনজরে, দিল্লি থেকে পাক রাজনীতির তাবড় 'নাম' হয়ে ওঠার লড়াই কেমন ছিল

১৯৪৩ সালে তখন ভারত ব্রিটিশরাজের অধীন। স্বাধীনতা আন্দোলনের আগুনে জ্বলতে থাকা অবিভক্ত ভারতের দিল্লিতে ১১ অগাস্ট সইদ মুশফরাউদ্দিন ও তাঁর স্ত্রী বেগম জারিনা মুশারফের কোল আলো করে জন্মান পারভেজ মুশারফ। পরবর্তীকালে তাঁর বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে। একটা বড় সময় কাটিয়েছেন ইস্তানবুলে। ততদিনে ভারত ও পাকিস্তান দুটি আলাদা দেশ।

1/7 অবিভক্ত ভারতের দিল্লি থেকে শুরু হওয়া তাঁর জীবন সফরে একটা বিশাল অংশ জুড়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা থেকে রাজনৈতিক আঙিনায় পা রাখার পর জীবনের নানান রুদ্ধশ্বাস মোড় পার করে দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। ভারত-পাকিস্তানের রক্তক্ষয়ী কার্গিল যুদ্ধে যাঁর নাম কেন্দ্রীয় চরিত্র হিসাবে বহুবার উঠে এসেছে। দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইতে ৫ ফেব্রুয়ারি ২০২৩ -এ জীবনাবসান হয় জেনারেল পারভেজ মুশারফের। কেমন ছিল তাঁর সেই জীবনসফর? দেখে নেওয়া যাক। 
2/7 ১৯৪৩ সালে তখন ভারত ব্রিটিশরাজের অধীন। স্বাধীনতা আন্দোলনের আগুনে জ্বলতে থাকা অবিভক্ত ভারতের দিল্লিতে ১১ অগাস্ট সইদ মুশফরাউদ্দিন ও তাঁর স্ত্রী বেগম জারিনা মুশারফের কোল আলো করে জন্মান পারভেজ মুশারফ। পরবর্তীকালে তাঁর বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে। একটা বড় সময় কাটিয়েছেন ইস্তানবুলে। ততদিনে ভারত ও পাকিস্তান দুটি আলাদা দেশ। 
3/7 লাহোরের ক্রিস্টান কলেজ থেকে গণিত নিয়ে পড়াশুনোর পর ইউকের রয়্যাল কলেজ অফ ডিফন্স স্টাডিজের ছাত্র ছিলেন পারভেজ মুশারফ। ১৯৬১ সালে পাকিস্তানের সেনায় যোগদান। ১৯৬৫ এর ইন্দো-পাক যুদ্ধে তিনি ছিলেন সেকেন্ড লেফ্টন্যান্ট। ধীরে ধীরে রাক সেনার একাধিক পদে উন্নিত হতে থাকেন তিনি। ১৯৯৮ সালে তিনি তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের থেকে ফোর স্টার জেনারেলের পদমর্যাদা পান। এরপরই ১৯৯৯ সালের রক্তক্ষয়ী কার্গিল যুদ্ধের পরিকল্পনায় মাতে পাকিস্তান। যার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসাবে উঠে আসেন ততদিনে পাক সেনার জেনারেল পদে উন্নিত হওয়া পারভেজ মুশারফ। 
4/7 ১৯৯৯-তে কাশ্মীরের পথে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঘটতে থাকে সন্ত্রাসবাদীদের। মোক্ষম জবাব দেন ভারতীয় সেনা। কার্গিল ফের দখলের লড়াইতে পর পর সাফল্য পেতে থাকে ভারত। পিছু হঠে পারভেজ মুশারফের নেতৃত্বাধীন পাক সেনা। তবে সেই রক্তক্ষয়ী যুদ্ধে ততদিনে ভারত হারিয়েছে দেশের বহু বীর যোদ্ধা জওয়ানকে। এদিকে, কার্গিল যুদ্ধে পাকিস্তান নাস্তানাবুদ হতেই পাক সেনার প্রধানের তখত থেতে মুশারফকে সরাতে চেষ্টা করেন শরিফ। এরপরই পাকিস্তানে সেনা অভ্যুত্থান হয়। রাজনৈতিক রুদ্ধশ্বাস টালমাটাল পরিস্থিতির মধ্যে পাক প্রেসিডেন্টের পদে আসীন হন জেনারেল পারভেজ মুশারফ।
5/7 এদিকে, কার্গিল যুদ্ধে পাকিস্তান নাস্তানাবুদ হতেই পাক সেনার প্রধানের তখত থেকে মুশারফকে সরাতে চেষ্টা করেন শরিফ। এরপরই পাকিস্তানে সেনা অভ্যুত্থান হয়। রাজনৈতিক রুদ্ধশ্বাস টালমাটাল পরিস্থিতির মধ্যে পাক প্রেসিডেন্টের পদে আসীন হন জেনারেল পারভেজ মুশারফ। মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসতেই তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গৃহবন্দি হন। ততদিনে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ মুশারফ সরকারের দিকে যায়, তাঁকে গুপ্ত হত্যার চেষ্টাও হতে থাকে। পাক রাজনীতিতে দুর্বল হতে থাকেন পারভেজ মুশারফ। ২০০৮ সালে ইম্পিচমেন্ট থেকে বাঁচতে ইস্তফা দিয়ে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে চলে যান মুশারফ। (PTI Photo/Atul Yadav)
6/7 পরে ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে যোগ দিতে তিনি ফের পাক মাটিতে পা রাখেন। তবে বেনাজির ভুট্টো হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আসে। তাঁকে পাক নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশ দেয় কোর্ট। পাশাপাশি জারি হয় গ্রেফতারি পরোয়ানা।  (PTI Photo)
7/7 এদিকে, পরবর্তীতে পাকিস্তান ছেড়ে মুশারফ চলে গেলেও, বেনাজির ভু্ট্টো হত্যাকাণ্ডে তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে পাক কোর্ট। পরবর্তীতে সেই তকমা তুলে নেওয়া হলেও, পাকিস্তানকে আপন করে নিতে পারেননি আর জেনারেল পারভেজ মুশারফ। দুবাইয়ের আমেরিকান হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর ২০২৩ লালের ৫ ফেব্রুয়ারি শেষ নিঃস্বাস ত্যাগ করেন পারভেজ মুশারফ।  (AP Photo/Zia Mazhar, File)

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.