বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল লুধিয়ানা জেলা আদালত। এই বিস্ফোরণের নেপথ্যে জঙ্গি যোগ আছে কি না, তা জানতে এই ঘটনার তদন্তে নামে এনএসজি, এনআইএ। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের দাবি, বিস্ফোরণে মৃত ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে। সেই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্মীও ছিলেন। মৃত ওই ব্যক্তির নাম গগনদীপ সিং। তিনি হেড কন্সটেবল ছিলেন। ২০১৯ সালে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। মাদক পাচার কাণ্ডে জড়িত ছিল গগনদীপ। এদিকে আরডিএক্সের মাধ্যমে এই হামলার পিছনে সন্ত্রাসবাদী যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। খলিস্তানি যোগের সম্ভাবনাও উঠে এসেছে।
এর আগে লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় ড্রাগ মাফিয়াদের হাত থাকতে পারে বলে জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি৷ তিনি জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। প্রসঙ্গত, লুধিয়ানা আদালতের ওই ঘটনায় একজন নিহত হন৷ জখম হয়েছেন ছ’জন৷ লুধিয়ানা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা কমিশনারের অফিসের কাছেই জেলা আদালত৷ এই বিস্ফোরণের খবর পেতেই পুরো এলাকা নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে বারোটার সময় লুধিয়ানা জেলা আদালত ভবনের দ্বিতীয় তলের একটি শৌচাগারে বিস্ফোরণ হয়৷ এর তীব্রতা এতটাই জোরদার ছিল যে শৌচাগারের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়৷ কাচ ভেঙে ছড়িয়ে পড়ে আদালত চত্বরেও৷ এই সময় আদালতে পুরোদমে কাজ চলছিল৷ বিস্ফোরণের পর পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আদালত চত্বর ঘিরে ফেলে৷ পৌঁছে যায় দমকল বাহিনীর ইঞ্জিন৷ বিস্ফোরণের নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক দল ও বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে যান।