বাংলা নিউজ > ঘরে বাইরে > আজীবন মননে জন্মভূমি, স্বাধীনতা আন্দোলনে বীরভূমের অবদানে চির-উচ্ছ্বসিত প্রণব

আজীবন মননে জন্মভূমি, স্বাধীনতা আন্দোলনে বীরভূমের অবদানে চির-উচ্ছ্বসিত প্রণব

বীরভূমের নানুর থানার মিরাটি গ্রামেই বেড়ে ওঠা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের৷

ভারতের স্বাধীনতা সংগ্রামে বীরভূম জেলার ভূমিকা নিয়ে বরাবর উচ্ছ্বসিত ও শ্রদ্ধাবনত ছিলেন মিরিটির ছেলে প্রণব মুখোপাধ্যায়।

ভারতের স্বাধীনতা সংগ্রামে বীরভূম জেলার ভূমিকা নিয়ে বরাবর উচ্ছ্বসিত ও শ্রদ্ধাবনত ছিলেন মিরিটি গ্রামের বয়োজ্যেষ্ঠদের আদরের ‘পল্টু’, প্রাক্তন রাষ্ট্রপতি ও পাঁচ দশক ধরে জাতীয় ও রাজ্য রাজনীতিতে আধিপত্য বিস্তার করা প্রণব মুখোপাধ্যায়। 

বীরভূমের নানুর থানার মিরাটি গ্রামেই বেড়ে ওঠা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের৷ এক সময় বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল মুখোপাধ্যায় বাড়ির এই দুর্গাপুজো৷ সিউড়ি শহরের একটি রাস্তা তাঁর নামেই নামাঙ্কিত করা হয়। 

সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, ‘স্বাধীনতা সংগ্রামী হিসেবে বীরভূম জেলার ব্যক্তিত্বরা যে ভূমিকা নিয়েছিলেন তাতে ভারতের ইতিহাসে এই জেলার নাম খুবই উপরের দিকে লেখা রয়েছে। যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন অতিবাহিত করেছিলেন তাঁদের মধ্যে কামদাকিংকর মুখোপাধ্যায় একজন। তাঁর নামে এই রাস্তার নামকরণ হওয়ায় তাঁর পুত্র হিসেবে আন্তরিক অভিনন্দন জানাই।’

রাষ্ট্রপতি পদ থেকে অবসরগ্রহণের পরেও ২০১৯ সালে শেষ বার মিরিটির বাড়িতে এসেছিলেন প্রণববাবু। সাধারণত দশমী পর্যন্ত নিজের গ্রামের বাড়িতেই তিনি থাকতেন। বাড়ির পুজোয় ঘট আনা থেকে শুরু করে যাবতীয় আচার আচরণ মেনে চলতেন নিষ্ঠাভরে। পুজোয়  স্বকণ্ঠে চণ্ডীপাঠ করতে তিনি বরাবরই পছন্দ করতেন। আন্তরিকতার সঙ্গে সৌজন্য বিনিময়ও ছিল শারদীয় আনন্দের অবিচ্ছেদ্য অংশ। সোমবার বিকেলে চিরকালীন সেই রীতির অবসান ঘটল।

দুর্গাপুজোয় আর কোনও দিন মিরিটি গ্রামে ফিরবেন না তিনি। কীর্নাহার স্কুলমাঠে আর কখনও নামতে দেখা যাবে না তাঁর হেলিকপ্টার। এ বছর ১২৩ বছরে পদার্পণ করতে চলেছে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো৷ কিন্তু দুর্গা পিত্রালয়ে ফেরার আগেই চিরবিদায় নিলেন কীর্ণাহারের বিশ্বখ্যাত ব্রাহ্মণ সন্তান।

ঘরে বাইরে খবর

Latest News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্তা কৌশাম্বির, ‘তুমিই এখন…’ ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র B-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কার উপর নির্ভর,জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা?

Latest IPL News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.