বাংলা নিউজ > ঘরে বাইরে > ভেন্টিলেশনে প্রণব, সফল হল মস্তিষ্কে অস্ত্রোপচার

ভেন্টিলেশনে প্রণব, সফল হল মস্তিষ্কে অস্ত্রোপচার

আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

রবিবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বছর চুরাশির প্রাক্তন রাষ্ট্রপতি। এর পরে তাঁর ডান হাত তুলতে অসুবিধা হচ্ছিল বলে চিকিৎসকের পরামর্শে সোমবার সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। 

হাসপাতালে রুটিন পরীক্ষায় তাঁর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে, যদিও কোনও উপসর্গ ছিল না। সেই খবর নিজেই টুইট করে এ দিন সকালে জানান প্রণববাবু। 

এ দিন তাঁর মাথায় অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এ দিন প্রণববাবুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাঁর কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ। প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি কোভিন্দ-সহ দেশের শীর্ষ স্থানীয় নেতারা। 

প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এ ছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল-সহ দলমত নির্বিশেষে রাজনীতিকরা প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অসুস্থ নেতাকে দেখতে এ দিন হাসপাতালে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় থেকেই সেনাবাহিনীর এই হাসপাতাল পছন্দ প্রণববাবুর। ২০১৪ সালে এখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি অস্ত্রোপচার হয়। এর পরে ২০১৭ সালে স্বাস্থ্য ও বয়সজনিত কারণে তিনি রাষ্ট্রপতি নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান। 

এ দিন প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

প্রণববাবুর ছেলে তথা কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে প্রার্থনা করার জন্য আবেদন জানিয়ে টুইট করেন। 

টুইটারে বর্ষীয়ান নেতার আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 

২০১৯ সালে প্রণব মুখোপাধ্যায়কে সর্বোচ্চ অসামরিক ভারত রত্ন সম্মানে ভূষিত করে ভারত সরকার। 

 

ঘরে বাইরে খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.