বাংলা নিউজ > ঘরে বাইরে > HTLS 2021: অমরিন্দর মাত্র ২ ঘণ্টা কাজ করতেন, আমার ২ ঘণ্টা বিশ্রাম, দাবি চরণজিতের

HTLS 2021: অমরিন্দর মাত্র ২ ঘণ্টা কাজ করতেন, আমার ২ ঘণ্টা বিশ্রাম, দাবি চরণজিতের

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে পঞ্জাবের মুখ্য়মন্ত্রী

তিনি আরও বলেন,আমি যদি মুখ্যমন্ত্রী হই তবে আমার কাছে সকলের আসা কি বন্ধ করে দেওয়া উচিত?

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২১। সেই মঞ্চ থেকে শনিবার সরাসরি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে নিশানা করলেন বর্তমান মুখ্য়মন্ত্রী চরণজিৎ সিং চান্নি। অমরিন্দর সিং যে রাজ্যের মানুষের জন্য ঠিকঠাক সময় দিতেন না তা একেবারে ফলাও করে বলেছেন চরণজিৎ। তিনি বলেন, রাজ্যে এখন একটা নতুন সিস্টেম এসেছে। কেন মুখ্যমন্ত্রী বদলের প্রয়োজন ছিল? আমাদের আগের মুখ্য়মন্ত্রী মাত্র ২ ঘণ্টা কাজ করতেন। আর আমি ২ ঘণ্টা মাত্র ঘুমোই। তিনি খুব দেরি করে ঘুম থেকে উঠতেন। মানুষের মনে প্রশ্ন ছিল কখন তিনি ঘুমোতে যেতেন। আমার কাছে সকলে আসতে পারেন। সেকারণে পরিস্থিতি বদলে গিয়েছে। এটা যুগের পরিবরর্তন। আপনারা এখন নতুন জিনিস দেখবেন। হিন্দুস্তান টাইমসের পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরীকে একথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। 

তিনি আরও বলেন,আমি যদি মুখ্যমন্ত্রী হই তবে আমার কাছে সকলের আসা কি বন্ধ করে দেওয়া উচিত?  আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি। আমি বাড়ির সামনে তাঁবু করেছি। সেখানে সাধারণ মানুষ এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। 

কিন্তু মুখ্যমন্ত্রী বদল করতে এত দেরি হল কেন?  চরনজিৎ সিং জানিয়েছেন, সব কিছুরই স্থান, কাল আছে। ওরকম একজন শক্তিশালী মানুষকে সরাতে সময় লাগে। পদ ছাড়ার আগেও বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আমার নামটি মুখ্য়মন্ত্রী হিসাবে ছিল। কিন্তু আমাকে শপথ নিতে দেবেন কি না তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। 

 

 

 

বন্ধ করুন
Live Score