বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লিতে নিজের বাড়িতে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী!

দিল্লিতে নিজের বাড়িতে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী!

কিট্টি কুমারমঙ্গলম (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

দিল্লিতে নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম।

দিল্লিতে নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম। মঙ্গলবার রাতে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে অবস্থিত বাসভবনে কিট্টি কুমারমঙ্গলমের দেহ উদ্ধার হয়। কিট্টির বয়স ৬৭ বছর ছিল। তিনি পেশায় আইনজীবী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় আরও ২ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ কিট্টি কুমারমঙ্গলম এবং তাঁর বাড়ির পরিচারিকা বাড়িতে ছিলেন।সেই সময় এলাকারই এক সাফাই কর্মী রাজু কলিং বেল বাজায়। পরিচারিকা দরজা খুলে দেয়। সেই সময় রাজু তাঁকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ে। সেই সঙ্গে আরও দুই জন বাড়ির মধ্যে ঢোকে বলে অভিযোগ। পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, রাজু তাঁকে একটি ঘরের মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখে। সেই সময় অন্য দুই জন কিট্টি কুমারমঙ্গলমের উপর হামলা চালায়। তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয় বলে অভিযোগ। পরিচারিকা পুলিশকে জানিয়েছেন, তিনি কোনও মতে নিজেকে ছাড়িয়ে সাহায্যের জন্য অ্যালার্ম বাজিয়ে দেন এবং চিৎকার শুরু করেন।

পরিচারিকার বয়ানের উপর ভিত্তি করে পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। তিন অভিযুক্তের মধ্যে একজনকে পুলিশ আটক করেছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, বাড়ির মধ্যে বেশ কয়েকটি ব্রিফকেস খোলা অবস্থায় তাঁরা পাওয়া গিয়েছে। পাশাপাশি বেশকিছু সামগ্রী ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঘরে।প্রাথমকি তদন্তের পর পুলিশের অনুমান রাজু ও তার সঙ্গীরা ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। সেই সময় কিট্টি কুমারমঙ্গলম বাধা দিতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.