বাংলা নিউজ > ঘরে বাইরে > Donald Trump: ‘কামব্যাক শুরু হল…’,২৪-এর নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা ট্রাম্পের

Donald Trump: ‘কামব্যাক শুরু হল…’,২৪-এর নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (AFP)

এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প পোস্ট করে লিখেছিলেন, ‘আশা করি আজকের দিনটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে।’

২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বানে লড়াই করার জন্য নিজের প্রার্থীপদের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন যে ১৫ নভেম্বর তিনি ‘বড় ঘোষণা’ করতে চলেছেন। তখন থেকেই গুঞ্জন চলছিল যে তিনি হয়ত পরবর্তী নির্বাচনে লড়াই করার জন্য নিজের প্রার্থীপদেরই ঘোষণা করবেন। তবে মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের ‘লাল ঝড়ে’র দেখা না মেলায় মনে করা হচ্ছিল, তিনি এখনই নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করবেন না। তবে শেষ পর্যন্ত ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি প্রস্তুত এবং ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চান তিনি।

এদিন ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করার জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি আজ রাতে। আমি প্রস্তুত। আমেরিকার কামব্যাক শুরু হল।’ এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প পোস্ট করে লিখেছিলেন, ‘আশা করি আজকের দিনটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে।’ এদিকে প্রার্থীপদ ঘোষণা করা মানেই যে তিনি সরাসরি ডেমোক্র্যাট পার্টির প্রার্থীর বিরুদ্ধে লড়বেন এমনটা নয়। এর আগে রিপাবলিকানদের প্রাইমারিতে জিতে আসতে হবে ট্রাম্পকে। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিস কড়া টক্কর দিতে পারেন ট্রাম্পকে।

৭৬ বছর বয়সি ট্রাম্পের সহযোগীরা গতকালই মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের নির্বাচনে লড়াই করার আবেদন জানিয়ে যাবতীয় নথি এবং কাগজপত্র দাখিল করেছেন। রিপাবলিকান বা ডেমোক্র্যাট দলের প্রথম সারির কোনও নেতা এই প্রথম ২০২৪ সালের নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রপতি হয়েছিলেন ট্রাম্প। এরপর অবশ্য ২০২০ সালে তিনি বাইডেনের কাছে হেরে যান। এই আবহে ২০২৪ সালে ফের নির্বাচনে লড়াই করার ঘোষণা করলেন ট্রাম্প। সেই সময় তাঁর বয়স হবে ৭৮ বছর।

বন্ধ করুন