বাংলা নিউজ > ঘরে বাইরে > ভ্যান গগের ৬৯৩ কোটির ছবিতে টমেটো স্যুপ ছুঁড়লেন দুই তরুণী!

ভ্যান গগের ৬৯৩ কোটির ছবিতে টমেটো স্যুপ ছুঁড়লেন দুই তরুণী!

ছবি: টুইটার (Twitter)

জলবায়ুকর্মীদের সংগঠন 'জাস্ট স্টপ অয়েলে'র দুই তরুণী দুই টিন টমেটো স্যুপের ঢাকনা খুলে তা পেইন্টিংয়ের উপরে ছুঁড়ে দেন। এর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, নিজেদের হাতে দ্রুত আঠা ঢালছেন দুই তরুণী। এরপর দেওয়ালের সঙ্গে নিজেদের আটকে দিচ্ছেন প্রতিবাদের অংশ হিসাবে।

তেল-ছবিতে আঘাত হেনে তেলের বিরুদ্ধে প্রতিবাদ। শুক্রবার লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ভিনসেন্ট ভ্যান গগর বিখ্যাত চিত্রশিল্প 'সানফ্লাওয়ার্স'-এ টমেটো স্যুপ ছুড়লেন দুই তরুণী। ব্রিটেনে জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ করার দাবি তাঁদের। আর সেই বিষয়ে নজর টানতেই এই কীর্তি।

জলবায়ুকর্মীদের সংগঠন 'জাস্ট স্টপ অয়েলে'র দুই তরুণী দুই টিন টমেটো স্যুপের ঢাকনা খুলে তা পেইন্টিংয়ের উপরে ছুঁড়ে দেন। এর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুধু তাই নয়, ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, নিজেদের হাতে দ্রুত আঠা ঢালছেন দুই তরুণী। এরপর দেওয়ালের সঙ্গে নিজেদের আটকে দিচ্ছেন প্রতিবাদের অংশ হিসাবে।

আঁকার ক্ষতি হয়নি তো?

১৮৮৮ সালের এই বিখ্যাত শিল্পের আনুমানিক মূল্য প্রায় ৮৪.২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৯৩ কোটি টাকা। তবে এই ঘটনায় ছবিটির কোনও ক্ষতি হয়নি। ন্যাশানাল গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ছবিটি কাঁচের তলায় রাখা। তাই তাতে কোনও ক্ষতি হয়নি। বাইরের ফ্রেম ও কাঁচেই যা হওয়ার হয়েছে। ছবিটি অক্ষত।

কিন্তু এমন প্রতিবাদের কারণ কী?

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিখ্যাত শিল্পকর্মকে বেছে নিচ্ছেন জলবায়ুকর্মীরা। একের পর এক প্রখ্যাত শিল্পকর্মে 'ভ্যান্ডালিজম' চালানোর মাধ্যমে সংবাদমাধ্যমের শিরোনামে আসছেন এই প্রতিবাদীরা। এর মাধ্যমে তাঁদের উদ্দেশ্য আরও সোচ্চার ভঙ্গিমায় তুলে ধরতে চাইছেন তাঁরা। এর পিছনে ভাবনা হল, ঘটনাটির শক ফ্যাক্টর থেকে আরও বেশি মানুষ জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভাবতে শুরু করবে। তাঁদের সংগঠনের প্রতি আগ্রহ বাড়বে। তাছাড়া দেশের উচ্চস্তরেও প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেওয়া যাবে।

একটি বিবৃতি অনুসারে, জাস্ট স্টপ অয়েল শুক্রবারের এই ঘটনাকে ‘ব্রিটেনে তেল ও গ্যাস লাইসেন্সের এক রাউন্ডের লঞ্চের প্রতিবাদ’ হিসাবে ব্যাখা করেছে।

এই নিয়ে গত কয়েক মাসে পর পর এমন ঘটনা ঘটেছে। জুলাই মাসে, জাস্ট স্টপ অয়েল-এর সদস্যরা লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ আর্ট-এ লিওনার্দো দা ভিঞ্চির 'দ্য লাস্ট সাপার' এর একটি অনুলিপিতে নিজেদের আঠা দিয়ে আটকে দেন।

সেই একই মাসে, এই গোষ্ঠীর সদস্যরা ন্যাশনাল গ্যালারিতে অনুষ্ঠিত একটি মাস্টারপিসের সঙ্গে নিজেদের আঠা দিয়ে আটকে ফেলেন। অন্যদিকে এক ইতালীয় জলবায়ু কর্মী সংগঠনের সদস্যরা ফ্লোরেন্সে বোটিসেলির 'প্রিমভেরা' ছবিতে একইভাবে নিজেদের আটকে দেন।

গত রবিবারই, এক্সটিনশন রেবেলিয়নের জলবায়ু কর্মীরা মেলবোর্নের ভিক্টোরিয়ার ন্যাশনাল গ্যালারিতে পিকাসোর 'ম্যাসাকার ইন কোরিয়া' নামক ছবিতে নিজেদের আঠা দিয়ে আটকে ফেলেন।

গ্রেফতার

শুক্রবার ওই দুই প্রতিবাদী তরুণীকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতি এবং বলপূর্বক অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিবাদের এই পন্থার বিষয়ে আপনার কী মতামত?

বন্ধ করুন