মধ্যরাত থেকেই ভিড় বাড়তে থাকে। রাজধানীতে আলো ফোটার আগে তিহাড় জেলের সামনে উপস্থিত জনতার একটাই চোখেমুখে একটাই প্রশ্ন - 'কখন ফাঁসি কার্যকরের খবরটা আসবে?'
আরও পড়ুন : Nirbhaya Hanging: 'অবশেষে মেয়ে বিচার পেল,অন্য মেয়েদের জন্য লড়াই জারি থাকবে', বললেন নির্ভয়ার মা
তবে তিহাড়ের সামনে শুধু যাঁরা উপস্থিত জনতার নয়, সারাদেশেই ফাঁসি কার্যকরের মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ভোর ৫টা ৩৩ মিনিট নাগাদ নির্ভয়াকাণ্ডে চার দণ্ডিতের ফাঁসির খবর চাউর হতেই খুশির হাওয়া আমজনতার মধ্যে। আর লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নির্ভয়ার বাবা-মা।
আরও পড়ুন : Nirbhaya Hanging: নির্ভয়া দণ্ডিতদের ফাঁসি দিতে পেরে খুশি, মন্তব্য ফাঁসুড়ে পবনের
মেয়ের মৃত্যুর পর থেকে যাঁরা এই দিনটার জন্য অপেক্ষা করে এসেছেন। দাঁতে দাঁতে চেপে লড়েছেন। শত জট, টালাবাহানা সত্ত্বেও হাল ছাড়েননি। অবশেষে সাত বছর তিন মাস ৬ দিন পর কিছুটা স্বস্তি পেলেন নির্ভয়ার বাবা-মা। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডে ফাঁসি হল চারজনের। চরম শাস্তি পেল তাঁদের প্রিয় মেয়ের অত্যাচারকারীরা।