একটি তেলেগু পরিবার। চারজনের পরিবার। বর্তমানে তাঁরা চিনে থাকেন। এদিকে সেই পরিবারের চারজনই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন। তবে সম্ভবত এটা একমাত্র ভারতীয় পরিবার যাদের পরিবারের সকলেই গিনেস বুকে নাম তুলে ফেলেছেন।
এই পরিবার চিনের চাংসা শহরে থাকেন। তাঁরা যোগা ও স্পোর্টস ক্যাটাগরিতে গিনেস বুকে নাম তুলেছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। পরিবারের প্রধান কোনাথালা বিজয় অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লি এলাকার বাসিন্দা। তিনি ২০১২ সাল থেকে চিনে বাস করছেন। তিনি একজন যোগা শিক্ষক। তিনি কোরিওগ্রাফারও। চিনে তাঁর যোগা ও নাচের স্কুল রয়েছে। ২০২১ সালে যোগা পর্যায়ে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিলেন। আসলে তিনি সবথেকে বেশি সময় ধরে যোগা সেশন করে নাম তুলেছিলেন।
এশিয়া বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, নোবেল ওয়ার্ল্ড রেকর্ডে তিনি নাম তুলেছিলেন। তাঁর স্ত্রী কোনাথালা জ্যোতি ৯ মাসের গর্ভবতী অবস্থাতেও যোগা করেছেন। সন্তান প্রসবের ৫ দিন আগে।
এদিকে সাধারণ একটা ধারণা রয়েছে গর্ভবতী অবস্থায় ফিজিকাল অ্য়াক্টিভিটি করতে নেই। তবে ভারতের সেই ধারনা বদলে গিয়েছে এই ঘটনায়।
কোনাথালা যশমিতা দম্পতির কন্যা এক পায়ে এক মিনিটে সবথেকে বেশি বার লাফদড়ি করে গিনেস বুকে নাম তুলেছেন। এক মিনিটে ১৬৮টি স্কিপ করেছেন তিনি। আর তাঁদের চার বছরের সন্তান কোনাথালা শঙ্কর ট্রাম্পোলিনে এক মিনিটে সবথেকে বেশি ১২৯বার লাফ দড়ি করেছে। তাতেই গিনেস বুকে নাম।