গালওয়ানে আহত ৪ ভারতীয় জওয়ানের অবস্থা আশঙ্কাজনক, মৃত্যু চিনা কম্যান্ডিং অফিসারের
1 মিনিটে পড়ুন . Updated: 17 Jun 2020, 12:14 PM IST- যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখানে চিনা হেলিকপ্টারের যাতায়াত বেড়েছে।
গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় আহত চার ভারতীয় জওয়ানের আশঙ্কাজনক। সূত্র উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
মঙ্গলবার সকালে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, সোমবার রাতে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে 'হিংসাত্মক হাতাহাতি'-তে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয় জওয়ান। পরে রাতের দিকে জানানো হয়, প্রবল ঠান্ডায় মারা গিয়েছেন আরও ১৭ জন ভারতীয় জওয়ান। তবে সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, সংঘর্ষে চিনা সেনার এক কম্যান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানিয়েছে এএনআই। চিনের তরফে যথারীতি হতাহতের সংখ্যা নিয়ে এখনও মুখ খোলা হয়নি। যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখানে চিনা হেলিকপ্টারের চলাচল বৃদ্ধি পাওয়ার ভিত্তিতে প্রতিপক্ষ সেনার কতজন আহত হয়েছেন, সেই অনুমান করা হচ্ছে।সূত্রের তরফে বলা হয়েছে, ‘যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে স্ট্রেচারে করে যতজন চিনা সেনা জওয়ানকে উদ্ধার করা হয়েছে এবং তারপর গালওয়ান নদীর বরাবর অ্য়াম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার মূল্যায়নের ভিত্তিতে (এরকম মনে করা হচ্ছে)। সেখানে চিনা হেলিকপ্টারের গতিবিধিও বেড়েছে।’
ওই সূত্রের দাবি, চিনা সেনায় হতাহতের সংখ্য়া ৪০-এর অনেক বেশি। সূত্রের বক্তব্য, ‘যে বাহিনীগুলি সংঘর্ষে যুক্ত ছিল, তারা জানিয়েছে, চিনা সেনার অনেক সংখ্যক ফৌজই হতাহত হয়েছেন। তবে মৃত বা আহতের প্রকৃত সংখ্যা বলতে পারা কঠিন। সেই সংখ্যাটা অবশ্য ৪০-এর ঢের বেশি হবে।’