বাংলা নিউজ > ঘরে বাইরে > Independence Day Gallantry Awards: চারটি কীর্তি চক্র এবং ১৮ টি শৌর্য চক্র, স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান

Independence Day Gallantry Awards: চারটি কীর্তি চক্র এবং ১৮ টি শৌর্য চক্র, স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান

চারটি কীর্তি চক্র এবং ১৮ টি শৌর্য চক্র, স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান (AP Photo/Mukhtar) (AP)

বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মরণোত্তর কীর্তি চক্রের তিনটি এবং চারটি শৌর্য চক্রকে মরণোত্তর দেওয়া হবে

৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের জন্য ১০৩ টি বীরত্বপূর্ণ পুরষ্কার অনুমোদন করেছেন, যার মধ্যে চারটি কীর্তি চক্র এবং ১৮ টি শৌর্য চক্র রয়েছে, যা অসাধারণ সাহস ও দৃঢ়তার জন্য ভারতের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন পুরষ্কার।

কীর্তি চক্রের তিনটি এবং চারটি শৌর্য চক্রকে মরণোত্তর প্রদান করা হবে, বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

নিহত কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্তরা হলেন ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের (আরআর) কর্নেল মনপ্রীত সিং, ৬৩ আরআর-এর রাইফেলম্যান রবি কুমার এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন মুজাম্মিল ভাট। মেজর মল্ল রাম গোপাল নাইডু এই সম্মানের একমাত্র জীবিত প্রাপক। 

গত বছর অনন্তনাগে জঙ্গি দমন অভিযানে নিহত হন ১৯ আরআর-এর কমান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত সিং। তিনি দ্বিতীয় প্রজন্মের সেনা কর্মকর্তা ছিলেন এবং ১৭ বছর চাকরি পূর্ণ করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত বছরের ছেলে, তিন বছরের মেয়ে ও মাকে রেখে গেছেন। 

একই অভিযানে ৩৪ বছর বয়সী ভাটও নিহত হন। তার বাবা গুলাম হাসান ভাট কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে অবসর নিয়েছেন। ডিএসপির সহকর্মীরা তখন বলেছিলেন যে তিনি এমন একজন ব্যক্তি যিনি ‘সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিতেন’। ২০২২ সালে বিবাহিত, ভাটের স্ত্রী ফাতিমা, একটি মেয়ে যার বয়স তখন মাত্র এক মাস ছিল, তার বাবা, মা এবং এক বোন রয়েছেন। 

রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত পদকগুলির মধ্যে রয়েছে একটি বার টু সেনা পদক (বীরত্ব); ৬৩টি সেনা পদক (বীরত্ব), যার মধ্যে দুটি মরণোত্তর; ১১টি নও সেনা পদক (বীরত্ব), এবং ছয়টি বায়ু সেনা পদক (বীরত্ব), বিবৃতিতে বলা হয়। 

বুধবার দেশের পক্ষ থেকে সম্মানিত বেশিরভাগ কর্মী জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, যেখানে এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতিদিনই এনকাউন্টার হচ্ছে। 

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৬৬৬ আর্মি এভিয়েশন স্কোয়াড্রনের কর্নেল পবন সিং , বিশেষ বাহিনীর মেজর সিভিএস নিখিল, ১৯ আরআর-এর মেজর আশিস ধোনচাক (মরণোত্তর), ৩৪ আরআর-এর মেজর ত্রিপতপ্রীত সিং, ৩৪ আরআর-এর মেজর সাহিল রন্ধাওয়া, ৫ জম্মু ও কাশ্মীর রাইফেলসের সুবেদার সঞ্জীব সিং জাসরোটিয়া, ৫৬ আরআর-এর নায়েব সুবেদার পি পাবিন সিং এবং ১৯ আরআর-এর সিপাহী প্রদীপ সিং (মরণোত্তর)।

পরবর্তী খবর

Latest News

আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.