একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন নমিনির নাম যুক্ত করার পথ আরও প্রশস্ত হয়ে গেল। কারণ মঙ্গলবার লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে ২০২৪ সালের ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল। এবার সেই বিল পেশ করা হবে রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষের অনুমোদন পেলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে আইনে পরিণত হবে ২০২৪ সালের ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন নমিনির নাম যুক্ত করার বিষয়টি কার্যকর হবে। আপাতত প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একজন নমিনি রাখা যায়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নয়া নিয়ম কার্যকর হলে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত হবে। এখন একজন নমিনি থাকার ফলে গ্রাহকের মৃত্যু হলে সেই অ্যাকাউন্ট ‘আনক্লেমড’ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নয়া নিয়মে চারজন পর্যন্ত নমিনি রাখার সুযোগ থাকায় সেই সম্ভাবনা অনেক কম বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
কীভাবে নমিনি বাছাই করা যাবে?
ওই বিলের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসেবে ‘ধারাবাহিকভাবে’ বা 'একযোগে’ চারজনের নাম রাখা যাবে। কোনও গ্রাহক যদি 'ধারাবাহিকভাবে' নমিনি বেছে নিতে চান, তাহলে সেই ক্রমই বজায় রাখা হবে। অর্থাৎ যে ব্যক্তির নাম প্রথমে থাকবে, তিনি প্রথম নমিনি হিসেবে বিবেচিত হবেন। একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নমিনির নাম বিবেচনা করা হবে।
কে কত টাকা পাবেন?
আবার ‘একযোগে’ নমিনির ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা হবে। যদি ‘একযোগে’ নমিনি বেছে নেন গ্রাহক, তাহলে কোন উত্তরাধিকারীকে কত টাকা দেবেন, সেটা উল্লেখ করে দিতে হবে। ধরা যাক, সংশ্লিষ্ট গ্রাহক উল্লেখ করে দিলেন যে প্রথম নমিনি পাবেন ৫০ শতাংশ টাকা। দ্বিতীয় নমিনি এবং তৃতীয় নমিনিকে ২০ শতাংশ টাকা দেওয়া হবে। আর চতুর্থ নমিনিকে দেওয়া হবে ১০ শতাংশ টাকা। তো পরবর্তীতে সেই হিসাবেই নমিনিদের টাকা দেওয়া হবে।
লকারের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন
শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়, লকারের ক্ষেত্রেও চারজন নমিনি রাখার প্রস্তাব আছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিলে। তবে নমিনি বাছাইয়ের নিয়ম কিছুটা আলাদা হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে লকারের ক্ষেত্রে শুধুমাত্র ‘ধারাবাহিক’ নমিনেশনের নিয়ম কার্যকর হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী, প্রথম নমিনি যদি মারা যান, তাহলে দ্বিতীয় নমিনির হাতে লকার চলে যাবে। তার ফলে আইনি জটিলতা কমবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বিলে আর কী কী প্রস্তাব আছে?
১) চেয়ারম্যান এবং পূর্ণ সময়ের ডিরেক্টর ছাড়া সমবায় ব্যাঙ্কের ডিরেক্টরদের মেয়াদ আট বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে।
২) স্ট্যাটুটরি অডিটরদের কত টাকা দেওয়া হবে, সেটা নির্ধারণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আরও স্বাধীনতা দেওয়া হবে।