বাইরে থেকে দেখলে আলমারি মনে হবে। আলমারির দরজা খুললেও মনে হবে সেটাই। কিন্তু সেরকমই একটি আলমারির খোপের আড়ালে বাঙ্কার তৈরি করা হয়েছিল। আর সেই বাঙ্কারের মধ্যে জঙ্গিরা লুকিয়ে ছিল। সেই ভিডিয়োও সামনে এল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুলগামে যে চার হিজবুল জঙ্গিকে খতম করা হয়েছে, তারা সেই বাঙ্কারেই লুকিয়ে ছিল।
ওই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে আলমারির মতো নীচের দিকে একটা খোপ আছে। বাইরে থেকে কোনও সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু ওই খোপের মধ্যে দিয়ে অনায়াসে লোকজন হামাগুড়ি দিয়ে ঢুকে যেতে পারবে। আর ভিতরে একটা ঘর আছে। ঘর বলতে যেমন বাঙ্কার হয়, সেরকম আছে। সেখানেই কুলগামের খতম হওয়া চার জঙ্গি লুকিয়ে থাকত বলে এক আধিকারিককে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে।
কুলগামে জোড়া এনকাউন্টার, খতম ৬ জঙ্গি
শনিবার রাত থেকে কুলগাম জেলার দুটি গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনীর। দুটি পৃথক এনকাউন্টারে মোট ছয় জঙ্গিকে খতম করে দেওয়া হয়েছে। এক আধিকারিক বলেছেন, 'মোদেরগামে যেখানে গুলির লড়াই চলছিল, সেখান থেকে রবিবার দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। আর চিন্নিগাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চার জঙ্গির দেহ।'
প্রথমে মোদেরগামে গুলির লড়াই শুরু হয়েছিল। তারপর চিন্নিগামে এনকাউন্টার শুরু হয়। চিন্নিগামেই একটি বাড়ির আলমারির মধ্যে চার জঙ্গি লুকিয়ে ছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন যে ওই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের আশ্রয় দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
শহিদ প্যারা কম্যান্ডো-সহ ভারতীয় সেনার ২ জওয়ান
তবে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ভারতীয় সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ভারতীয় সেনার এলিট প্যারা কম্যান্ডো ছিলেন। রবিবার তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনা। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান ভারতীয় সেনার চিনার কোরের কম্যান্ডার, জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি-সহ অন্যান্য আধিকারিকরা।