ভয়াবহ খনি দুর্ঘটনা। কয়লাখনির ছাদ হুড়মুড়িয়ে ধসে পড়ল কর্মরত শ্রমিকদের উপর। সেই বড় বড় চাঙরের নীচে চাপা পড়ে গিয়েছেন শ্রমিকরা। তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লাখনির ঘটনা। আপাতত চারজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেহ উদ্ধারের জন্য উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনায় ফের খনি শ্রমিকদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার বিকালে একটি ভূগর্ভস্থ খনির ছাদ আচমকাই ভেঙে পড়ে। তখনই তার নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। মৃতদের নাম কৃষ্ণ রেড্ডি(৫৯), লক্ষমাইয়া(৬০), চন্দ্রশেখর( ২৯) ও সুর্য নরসিংহ রাজু(৩০)।
ভয়াবহ খনি দুর্ঘটনা। কয়লাখনির ছাদ হুড়মুড়িয়ে ধসে পড়ল কর্মরত শ্রমিকদের উপর। সেই বড় বড় চাঙরের নীচে চাপা পড়ে গিয়েছেন শ্রমিকরা। তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লাখনির ঘটনা। আপাতত চারজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেহ উদ্ধারের জন্য উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনায় ফের খনি শ্রমিকদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার বিকালে একটি ভূগর্ভস্থ খনির ছাদ আচমকাই ভেঙে পড়ে। তখনই তার নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। মৃতদের নাম কৃষ্ণ রেড্ডি(৫৯), লক্ষমাইয়া(৬০), চন্দ্রশেখর( ২৯) ও সুর্য নরসিংহ রাজু(৩০)।
|#+|
স্থানীয় সূত্রে খবর, সিঙ্গারেনি কোলিয়ারি কোম্পানি লিমিটেডের আওতাতেই ওই খনিটি চলে। শ্রীরামপুর গ্রামে ওই খনিটি রয়েছে। সেই খনির ছাদই এদিন ধসে যায়। তবে ওপর থেকে পাথর, কয়লা খসে পড়া শুরু হতেই কয়েকজন দ্রুত বেরিয়ে পড়েন। তবে চারজন শ্রমিক ভেতরেই চাপা পড়ে যান। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই সিঙ্গারেনি কোলিয়ারির উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও পর্যন্ত একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা খনির মধ্যে চাপা পড়ে রয়েছে। হিন্দুস্তান টাইমসকে পুলিশ কমিশনার এস চন্দ্রশেখর রেড্ডি জানিয়েছেন, এখনও পর্যন্ত একটি দেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। তবে কী কারণে এভাবে খনির ছাদ ধসে পড়ল তা এখনও নিশ্চিত করা যায়নি।