পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমন অভিযানে ভারতীয় সেনার দাপুটে ‘অপারেশন সিঁদুর’র পর থেকেই রাফালের নাম খারাপ করতে প্রচার চালাচ্ছে চিন, এমনই অভিযোগ ফরাসি গোয়েন্দা দফতরের। ফরাসী 'ইন্টেল' (গোয়েন্দা বিভাগ) র রিপোর্ট বলছে, চিন তার বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসকে ব্যবহার করে ফ্রান্সে নির্মিত রাফাল যুদ্ধ বিমান বিরোধী প্রচার চালাচ্ছে। প্রশ্ন থাকতেই পারে, এর নেপথ্যে কোন উদ্দেশ্য রয়েছে বেজিংয়ের? তার তথ্যও খোলসা করেছে ফরাসি গোয়েন্দা বিভাগ।
ফ্রেঞ্চ ইন্টালিজেন্স সার্ভিসেস-র তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, চিন নিজের দেশে তৈরি যুদ্ধবিমানের বিক্রি বাড়াতে ফরাসি মুলুকে তৈরি রাফালে ঘিরে বিমুখ প্রচার চালিয়ে যাচ্ছে। রাফালের নাম যাতে খারাপ হয়, সেই লক্ষ্য়েই চিন তার দূতাবাসগুলিকে ব্যবহার করে এমন প্রচার চালাচ্ছে। উল্লেখ্য, রাফালে সহ বহু ভারী অস্ত্রশস্ত্রের বিক্রি, ভালো ব্যবসা আনে ফ্রান্সের প্রতিরক্ষা বিষয়ক ইন্ডাস্ট্রিতে। একইসঙ্গে এই রাফালের হাত ধরে ভারত ও ফ্রান্সের সম্পর্কও জোরালো হয়েছে। ভারত সহ বহু দেশের ক্ষেত্রেই ফ্রান্স নির্মিত এই যুদ্ধ বিমান বেশ চাহিদায় রয়েছে। আর সেই চাহিদার বাজারে থাবা বসাতে চাইছে চিন।
ফরাসী অফিসারদের বক্তব্য তুলে ধরে রিপোর্ট দাবি করছে, অপারেশন সিঁদুরের সময়, পাকিস্তান ভারতের রাফালে নামিয়ে দিয়েছে বলে যে দাবি করেছে, সেটিকে সামনে রেখেই বহু দেশ ফ্রান্সের সামনে প্রশ্ন তুলছে রাফালের কার্যকারিতা নিয়ে। এদিকে, রাফালেকে নিয়ে পাকিস্তানের দাবতে শিলমোহর দেয়নি ভারত। এক প্রেস ব্রিফিংয়ে, এয়ার মার্শাল এ কে ভারতী রাফায়েল জেট ভূপাতিত হওয়ার খবরের প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ‘ক্ষয়ক্ষতি যে কোনও যুদ্ধ পরিস্থিতির অংশ’ সেক্ষেত্রে তিনি পাকিস্তানের দাবি নিশ্চিত বা অস্বীকার না করেই বক্তব্য রেখেছিলেন।
ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার ক্যাপ্টেন শিব কুমার গত মাসে বলেছিলেন যে প্রাথমিক বিধিনিষেধের কারণে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম দিনেই ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে। তবে, তিনি এই দাবির সাথে 'একমত নন' যে দেশ পাঁচটি যুদ্ধবিমান হারিয়েছে।
ফরাসি গোয়েন্দা বিভাগ কী বলছে?
রাফালে জেট তৈরিকারী সংস্থা ড্যাসোঁ অ্যাভিয়েশন-র সিইও এরিক ট্র্যাপিয়ার সম্প্রতি পাকিস্তানের দাবি খারিজ করে দিয়েছেন এবং এটিকে 'ভুল' বলে অভিহিত করেছেন। এদিকে, ফ্রান্স বলেছে যে, পাকিস্তান যে ছবি নিয়ে রাফাল ধ্বংসের কথা বলছে, তা কারসাজি করা দৃশ্য। সেটি এআই দিয়ে তৈরি। আর সেই খবর ছড়াতে হাজারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয় যা দিয়ে প্রচার করা হয় যে চিনা প্রযুক্তি বেশি উৎকৃষ্ট। ফরাসি গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে চিনা দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত কর্মীরা অন্যান্য দেশের প্রতিপক্ষ এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে একই রকম বর্ণনা প্রতিধ্বনিত করেছেন। যে দেশগুলি রাফালে নেওয়ার কথা বলেছে, বা নিতে পারে তাদের কাছে গিয়েই চিন নিজের দাবি পেশ করেছে। এই দাবি ফরাসি গোয়েন্দাদের। যদও রাফালে নিয়ে ফ্রান্সের এই দাবিকে ‘ভিত্তিহীন রটনা’ বলে উড়িয়ে দিয়েছে বেজিং।