সামনেই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তার আগেই ফ্রান্সের হাইস্পিড রেল নেটওয়ার্কে বড়সর বিপত্তি। তার আগে ফ্রান্সের ওই রেল নেটওয়ার্কে বড় অন্তর্ঘাত হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তের সঙ্গে যুক্ত এক সূত্র মারফৎ এএফপি জানতে পেরেছে যে এই হামলার সঙ্গে অন্তর্ঘাতের কোনও ব্যাপার থাকতে পারে।
এসএনসিএফ এএফপিকে জানিয়েছে টিজিভি নেটওয়ার্ককে একেবারে বিপর্যস্ত করে দেওয়ার জন্য এই হামলাটা করা হয়েছিল। এর জেরে একাধিক রেলরুটকে বাতিল করা হয়েছে আপাতত।
ওই দেশের রেলনেটওয়ার্কে একটা বড় প্রভাব পড়েছে। আটলান্টিক, নর্দার্ন ও ইস্টার্ন লাইনে বড় প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। মূলত অগ্নিসংযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়। এর জেরে রেল নেটওয়ার্কের ট্রাফিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সপ্তাহের শেষের কয়েকটি দিন এই পরিস্থিতি থাকবে। এরপর ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এরপর প্রয়োজনীয় সংস্কারের কাজ করা হবে।
ফ্রান্সের ট্রান্সপোর্ট মিনিস্টার প্যাট্রিস ভেরগ্রিয়েট শুক্রবার জানিয়েছেন, ফ্রান্সের হাইস্পিড টিজিভি নেটওয়ার্কে বড় হামলা চালানো হয়েছে। প্য়ারিস অলিম্পিকের কয়েক ঘণ্টা আগেই এই পরিস্থিতি।
তিনি আরও জানিয়েছেন, রেল ট্রাফিক ব্যবস্থার উপর বিরাট প্রভাব পড়ে গিয়েছে। এর জেরে ভয়াবহ পরিণতি হতে পারে। এসএনসিএফ চিফ এক্সিকিউটিভ জিয়ান পিয়েরে ফারানডোউ জানিয়েছেন, প্রায় ৮০০,০০০ যাত্রী এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
একটি বিবৃতিতে বলা হয়েছে যে একাধিক ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে একাধিক ট্রেনকে বাতিলও করে দেওয়া হচ্ছে। এসএনসিএফের পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের যাত্রা স্থগিত রাখুন আপাতত, ট্রেন স্টেশন থেকে আপাতত কিছুটা দূরে থাকুন।
এদিকে সামার অলিম্পিকের আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে প্যারিসকে। ৩০০,০০০ দর্শক ও বহু ভিআইপি এখানে আসছেন। এদিকে এই প্রথম প্রধান স্টেডিয়াম থেকে বাইরে সামার অলিম্পিকের আয়োজন করা হচ্ছে। তবে যে সময় একের পর এক জঙ্গি হামলার আশঙ্কা তার মধ্য়ে এই ধরনের উদ্যোগে যাতে কোনও ত্রুটি না হয় সেটা দেখা হচ্ছে।
এদিকে সূত্রের খবর, ২৯শে জুলাই থেকে ট্রাফিক ব্যবস্থা আবার স্বাভাবিক হতে পারে