বাংলা নিউজ > ঘরে বাইরে > Man posing as Royal Family staff cheats: আরবের রাজ পরিবারের কর্মী পরিচয় দিয়ে পাঁচ তারা হোটেলে ২৩ লক্ষ টাকার প্রতারণা

Man posing as Royal Family staff cheats: আরবের রাজ পরিবারের কর্মী পরিচয় দিয়ে পাঁচ তারা হোটেলে ২৩ লক্ষ টাকার প্রতারণা

দিল্লির লীলা প্যালেস হোটেল।

শরীফ গত বছরের ১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওই পাঁচতারা হোটেলে ছিলেন। নিজেকে ওই ব্যক্তি আবুধাবির রাজ পরিবারের সদস্য শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের অফিসের কর্মী বলে দাবি করেছিলেন। পুলিশ জানিয়েছে, একটি জাল বিজনেস কার্ড, সংযুক্ত আরব আমিশাহীর পরিচয়পত্র এবং অন্যান্য নথি তৈরি করেছিল।

সংযুক্ত আরব আমিশাহীর রাজ পরিবারের কর্মী পরিচয় দিয়ে দিল্লির একটি পাঁচতারা হোটেলে প্রায় চার মাস ধরে থাকলেন এক ব্যক্তি। তারপরেই বিল না মিটিয়ে আচমকা উধাও হয়ে গেলেন। এমনই অভিযোগ তুলেছে দিল্লির লীলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, মহম্মদ শরীফ নামে ওই ব্যক্তি প্রায় চার মাস ধরে তাঁদের হোটেলে ছিলেন। যার বিল বাবদ প্রায় ২৩ লক্ষ টাকা হয়েছিল। কিন্তু, সেই টাকা না দিয়ে আচমকা হোটেল ছেড়ে চলে যায় ওই ব্যক্তি। এই ঘটনায় প্রতারণার অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শরীফ গত বছরের ১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত ওই পাঁচ তারা হোটেলে ছিলেন। নিজেকে ওই ব্যক্তি আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের অফিসের কর্মী বলে দাবি করেছিলেন। পুলিশ জানিয়েছে, একটি জাল বিজনেস কার্ড, সংযুক্ত আরব আমিশাহীর পরিচয় পত্র এবং অন্যান্য নথি তৈরি করেছিল। তা দেখিয়ে হোটেলের ৪২৭ নম্বর রুমে ছিলেন।নভেম্বরে বিল না মেটানোর পাশাপাশি হোটেলের বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে ওই ব্যক্তি পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, শরীফ হোটেল কর্মীদের বলেছিল যে শেখের সঙ্গে ব্যক্তিগত কিছু কাজে সে ভারতে এসেছে। হোটেলে থাকা বাবদ মোট বিল এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে ৩৫ লক্ষ টাকা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির দেওয়া নথি জাল। আরও কোনও জায়গায় প্রতারণা করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাই নয়, ওই ব্যক্তি হোটেল কর্তৃপক্ষকে অগস্ট মাসে একটি ২০ লক্ষ টাকার চেক জমা দিয়েছিল। কিন্তু, সেই চেক বাউন্স হয়ে যায়। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন