অনেকেরই আশঙ্কা, এই হারে মজুদ থাকলে ডিসেম্বরের পরে সমস্যা হতে পারে। অক্টোবরেই প্রকল্পটি আগামী ৩ মাসের জন্য বর্ধিত করেছে মোদী সরকার। ফলে এর পরে আর প্রকল্পটি বর্ধিত করা হবে না বলেই মনে করা হচ্ছে।
1/7সরকারের ভাঁড়ারে মজুদ অনেকটাই কম। আর সেই কারণে বিনামূল্যে রেশন প্রকল্পের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে চাল-গম দেওয়া জারি রাখা যাবে তো? ফাইল ছবি: পিটিআই (HT Photo)
2/7অনেকেরই আশঙ্কা, এই হারে মজুদ থাকলে ডিসেম্বরের পরে সমস্যা হতে পারে। অক্টোবরেই প্রকল্পটি আগামী ৩ মাসের জন্য বর্ধিত করেছে মোদী সরকার। ফলে এর পরে আর প্রকল্পটি বর্ধিত করা হবে না বলেই মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
3/7গত ১ অক্টোবর সরকারের কাছে গমের মজুদ ছিল প্রায় ২২.৭ মিলিয়ন টন। তুলনাস্বরূপ, এক বছর আগের এই একই সময়ে ভারতে গমের মজুদ ছিল ৪৬.৯ মিলিয়ন টন। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/7তবে সরকারি আধিকারিকদের মতে, মজুদ যা আছে তা পর্যাপ্ত। সীমিত সরবরাহের কারণেই গমের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে বাইরে থেকে গম আনাও আগের তুলনায় অনেক ব্যয়বহুল ও কঠিন হয়ে গিয়েছে। (ফাইল ছবি : সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/7পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে, ডিসেম্বরের পরে বিনামূল্যে রেশন প্রকল্পে ইতি টানাই সরকারের একমাত্র পথ। এছাড়া কোনও উপায় নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (HT Photo)
6/7এর আগে বিনামূল্যে রেশন প্রকল্পটি ৩০ সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা ছিল। তবে অক্টোবরে সরকার প্রকল্পটি আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। ফাইল ছবি : রয়টার্স (Reuters) (HT Photo)
7/7ফলে চলতি বছরের শেষ পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হিসাব অনুযায়ী, এই তিন মাসের জন্য সরকারের প্রায় ৪৫ হাজার কোটি টাকা খরচ হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (HT Photo)