Free Rations Stopped: রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় আর বিনামূল্যে পাবেন না রেশন। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় চাল এবং গম কিনতে টাকা লাগবে। সেজন্য নির্দিষ্ট দরও বেঁধে দেওয়া হয়েছে। সবমিলিয়ে মাসে মোট ৩৫ কিলোগ্রাম শস্য মিলবে।
1/4করোনাভাইরাস মহামারীর সময় রেশন দোকানে বিনামূল্যে গম এবং চাল পাওয়া যাচ্ছিল। কিন্তু রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় এবার উত্তরপ্রদেশের কার্ডধারীদের গম এবং চালের জন্য টাকা দিতে হবে। সেজন্য দরও নির্ধারিত করে দেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/4‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, রেশন দোকানে প্রতি কেজি গমের জন্য দু'টাকা গুনতে হবে। চালের জন্য দিতে হবে তিন টাকা। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় যাঁরা রেশন পান, তাঁরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
3/4‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় জুলাইয়ের রেশন বণ্টন করা হবে। অন্ত্যোদয় কার্ডধারীরা ১৪ কিলোগ্রাম গম এবং ২১ কিলোগ্রাম চাল পাবেন। অর্থাৎ কার্ডপিছু ৩৫ কিলোগ্রাম রেশন মিলবে। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস)
4/4এমনিতে নাম গোপন রাখার শর্তে দুই আধিকারিক জানিয়েছেন, মুদ্রাস্ফীতি, ভৌগোলিক অনিশ্চয়তার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের পরও দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদানর কর্মসূচি চালানো হতে পারে। তিন থেকে ছয় মাস পর্যন্ত সেই কর্মসূচি চলতে পারে। সেজন্য পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে বলেও জানিয়েছেন ওই আধিকারিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)