দুমকা জেলায় এমন ৩৩টি সরকারি স্কুল রয়েছে যেগুলোর নামের সঙ্গে উর্দু জুড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই স্কুলগুলোতে রবিবারের বদলে শুক্রবার করে সাপ্তাহিক ছুটি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই তালিকার ৩৩টির প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ই মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থিত।
ঝাড়খণ্ডের জামতারা জেলার উর্দু স্কুলে শুক্রবার ছুটি দেওয়ার ঘটনার সামনে আসতেই দুমকায় দৈনিক 'হিন্দুস্তান' তদন্তে করে এই নিয়ে। তাতে দেখা যায়, এখানে ৩৩টি উর্দু নামধারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শুক্রবার করে ছুটি দিচ্ছে পড়ুয়াদের। তবে জেলার বাকি আর সব সরকারি বিদ্যালয়ে রবিবারই সাপ্তাহিক ছুটি।
জেলা শিক্ষা সুপার (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, জেলার সমস্ত ব্লকের বিইইওদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কী পরিস্থিতিতে স্কুলগুলির নাম পরিবর্তন করে উর্দু করা হয়েছে এবং কার নির্দেশে শুক্রবার স্কুলগুলিতে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে, প্রতিটি ব্লক থেকে তার রিপোর্ট তলব করা হচ্ছে। প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ঝাড়খণ্ডের একটি স্কুলে জোর করে ধর্মের নামে প্রার্থনা বদলানোর ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। লাইভ হিন্দুস্তানের খবর অনুযায়ী, গাড়োয়াতে অবস্থিত কোরওয়াডিহ মিডল স্কুলে এই ঘটনা ঘটেছে। বছরের পর বছর ধরে স্কুলে অনুষ্ঠিত প্রার্থনা বদলানোর জন্য প্রধান শিক্ষক যোগেশ রামকে গ্রামের লোকজন চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। গ্রামবাসীর চাপে স্কুলে 'আব দয়া কর দান' প্রার্থনার পরিবর্তে ‘তু হি রাম, তু হি রহিম’ প্রার্থনা শুরু হয়। শিশুদের হাত জোড় করে প্রার্থনা করতেও নিষেধ করা হয়েছে।